—ফাইল ছবি।
ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার নিবড়ার একটি স্কুলে। অভিযোগ, ওষুধ খেয়ে অসুস্থ বোধ করে কয়েক জন ছাত্র। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মাস কয়েক আগে হাওড়ায় ফের ফাইলেরিয়া আক্রান্ত কয়েক জন রোগীর সন্ধান পাওয়া যায়। তারা সকলেই স্কুলছাত্র। ঘটনার পর নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। ঠিক হয়, ফাইলেরিয়া প্রতিরোধের ওষুধ খাওয়ানো হবে সকলকে। সেই কর্মসূচি অনুযায়ী হাওড়ার নিবড়ার একটি স্কুলে শুক্রবার ওষুধ খাওয়ানো হয়। তাতে কয়েক জন খুদে পড়ুয়া অসুস্থ বোধ করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পড়ুয়াদের অভিভাবকেরা স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন।
অভিভাবক এবং এলাকার মানুষের দাবি, জোর করে ওই সমস্ত ওষুধ খাওয়ানো হয়েছে। অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হয়নি। ওষুধ খেয়ে খারাপ কিছু হলে তার দায় কে নেবে, এই প্রশ্নই তোলেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে এসে পৌঁছোয় ডোমজুর থানার পুলিশ ও র্যাফ। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অমর চট্টপাধ্যায় বলেন, ‘‘কোনও ছাত্রকে জোর করে ওষুধ খাওয়ানো হয়নি। এই ওষুধ খেলে ভবিষ্যতে গোদ হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক ছাত্রের পাশাপাশি শিক্ষকেরাও এই ওষুধ খেয়েছেন।’’