RG Kar Hospital Incident

পথে শ্রীরামপুর কলেজ

কলেজের শিক্ষক সমিতির ডাকে দুপুরে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল। কলেজের মেন বিল্ডিংয়ের সামনে জমায়েত হয়। অনেকে বক্তৃতা করেন। পরে মিছিল বেরোয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ০৮:১৩
মেন বিল্ডিংয়ের সামনে চলছে প্রতিবাদ।

মেন বিল্ডিংয়ের সামনে চলছে প্রতিবাদ। ছবি: প্রকাশ পাল।

আরজি কর কাণ্ডে গর্জে উঠল দু’শো বছর পেরনো শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর কলেজ। শুক্রবার মিছিল করলেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীরা। অবসরপ্রাপ্ত অধ্যাপক, প্রাক্তনীরাও ছিলেন।

Advertisement

কলেজের শিক্ষক সমিতির ডাকে দুপুরে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল। কলেজের মেন বিল্ডিংয়ের সামনে জমায়েত হয়। অনেকে বক্তৃতা করেন। পরে মিছিল বেরোয়। বটতলা মোড় ছুঁয়ে ধর্মতলা হয়ে আদালত, সেন্ট ওলাভ গির্জার পাশ দিয়ে ঘুরে ওয়ালশ হাসপাতালের সামনে দিয়ে ইন্ডিয়া জুটমিল লাগোয়া রাস্তা ধরে কলেজে এসে মিছিল শেষ হয়। হাতে পোস্টার, মশাল, জাতীয় পতাকা দেখা গিয়েছে। হাসপাতাল এলাকা ‘সাইলেন্ট জ়োন’ হওয়ায় সে সময়ে কার্যত মৌনী মিছিল এগোয়।

শিক্ষক সমিতির পদাধিকারীরা জানান, দিল্লির নির্ভয়া কাণ্ড থেকে আলোড়ন পড়ে যাওয়া বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়েছে এই কলেজ। তাঁদের বক্তব্য, আরজি করে নির্যাতিত এক জন ছাত্রী। ছাত্রছাত্রীদের নিরাপত্তার বন্দোবস্ত করা কলেজ কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আরজি কর কলেজ কর্তৃপক্ষ ব্যর্থ। কলেজ প্রশাসনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

শিক্ষক সমিতির সহ সভাপতি ভাস্কর চৌধুরীর বক্তব্য, ‘‘শিক্ষাদানের পরিধি ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। এই কর্মসূচির মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের বার্তা দিতে চেয়েছি, যে কোনও অন্যায়ের প্রতিবাদ তারা যেন নির্ভয়ে করতে পারে।’’ সমিতির যুগ্ম সম্পাদক অমিত চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘পরিবর্তন দরকার মানসিকতায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement