River Bank Erosion

গঙ্গার ভাঙনে আতঙ্কে বৈদ্যবাটির রাজবংশীপাড়া, নদীর টানে ফাটল ধরল ঘাট লাগোয়া বাড়িতে

বৈদ্যবাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় একাধিক বাড়ি গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত। রাজবংশীপাড়ায় গঙ্গার পাড়ে প্রায় একশো পরিবারের বাস।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বৈদ্যবাটি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৭:২৫
River bank erosion of Ganges became a menace at Baidyabati of Hooghly

বৈদ্যবাটিতে ভাঙনের আতঙ্ক। — নিজস্ব চিত্র।

গঙ্গার বানের জলে ঘাট ভেঙে গিয়েছিল আগেই। এ বার নদীর গ্রাসে চলে যাওয়ার মুখে পারের বাড়িগুলি। আতঙ্কে রয়েছেন হুগলির বৈদ্যবাটির রাজবংশীপাড়ার বাসিন্দাদের একাংশ।

Advertisement

বৈদ্যবাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় একাধিক বাড়ি গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত। রাজবংশীপাড়ায় গঙ্গার পারে প্রায় একশো পরিবারের বাস। গঙ্গার পার ভাঙার ফলে ঘাটের কাছে থাকা বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। একটু একটু করে বাড়ছে সেই ফাটল। ফলে আতঙ্কে রয়েছেন বাড়িগুলির বাসিন্দারা। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো। অতি দ্রুত ভাঙন রুখতে ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।

সাধারণ মানুষের অভিযোগ, বিগত দিনে ভাঙন বাড়লেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রামপ্রসাদ মল্লিক নামে রাজবংশীপাড়ার এক বাসিন্দা বলেন, ‘‘এখানে গঙ্গার পার ভেঙেছে। আজ বৈদ্যবাটি পুরসভার প্রধান এসেছিলেন। এর আগে স্থানীয় বিধায়ক এবং প্রশাসনিক কর্তারাও এসেছিলেন। কিন্তু আমরা সুরাহা পাচ্ছি না।’’ পুরপ্রধান জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক, রাজ্যের সেচমন্ত্রী এবং পুরমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Advertisement