Rail blockade at Howrah

রোজ রোজ দেরিতে চলে ট্রেন! টিকিয়াপাড়ায় যাত্রী বিক্ষোভে দেড় ঘণ্টা ধরে ব্যাহত রেল পরিষেবা

সোমবার সকাল পৌনে ১১টা নাগাদ ডাউন জলেশ্বর লোকালের যাত্রীরা টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেল অবরোধ করেন। ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৪:৪৩

—নিজস্ব চিত্র।

ট্রেন দেরিতে চলার প্রতিবাদে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। সোমবার সকাল পৌনে ১১টা নাগাদ ডাউন জলেশ্বর লোকালের যাত্রীরা টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেল অবরোধ করেন। ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ব্যস্ত সময়ে একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি দুরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায় যাত্রী বিক্ষোভের জেরে। রেললাইনের উপর দিয়ে হেঁটে যেতে দেখা যায় যাত্রীদের। তাঁদের অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় প্রত্যেক দিন লোকাল ট্রেন দেরিতে চলায় তাঁদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। পরে রেলের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ ওঠে। স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে অবরোধের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, ‘‘হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম খালি ছিল না। তাই ট্রেন ঠিক সময়ে প্ল্যাটফর্মে দেওয়া যায়নি। ভবিষ্যতে এই সমস্যা মেটাতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।’’

আরও পড়ুন
Advertisement