Murder

হাওড়ায় নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে খুনে ধৃত মালিক-সহ ছয়, হাত বেঁধে মারধরের অভিযোগ

ওই নেশামুক্তি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। গত মঙ্গলবার বাউড়িয়ার বুড়িখালি এলাকার বাসিন্দা শুভজিৎ ঘরামিকে ভর্তি করানো হয়েছিল ওই নেশামুক্তি কেন্দ্রে। বুধবার তাঁর মৃত্যু হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ১২:২২
One arrested on the alleged murder case at the rehabilitation centre of Dasnagar of Howrah

প্রতিনিধিত্বমূলক ছবি।

হাওড়ার দাশনগরে নেশামুক্তি কেন্দ্রে রোগীকে পিটিয়ে খুনের ঘটনায় মালিক-সহ মোট ছয় জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শুভজিৎ ঘরামি (৪০) নামে এক যুবককে ভর্তি করানো হয়েছিল ওই নেশামুক্তি কেন্দ্রে। বুধবার তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নেশামুক্তি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। গত মঙ্গলবার বাউড়িয়ার বুড়িখালি এলাকার বাসিন্দা শুভজিৎকে ভর্তি করানো হয়েছিল ওই নেশামুক্তি কেন্দ্রে। বুধবার তাঁর মৃত্যু হয়। ওই দিন রাতেই ছ’জনকে গ্রেফতার করা হয়। ওই কেন্দ্রের মালিক কুমার মিত্র নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নেশামুক্তি কেন্দ্রে নেশাগ্রস্তদের ‘চিকিৎসা’ করানো হত কিছুটা সুস্থ হওয়া রোগীদের দিয়ে। শুভজিতের ক্ষেত্রেও তাই হয়েছিল বলে অভিযোগ। তাঁকে হাত বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

শুভজিতের ভাই অভিজিৎ ঘরামির দাবি, তাঁদের নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁর দাদার মৃত্যু হয়েছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। বিষয়টি তাঁদের দেরিতে জানানো হয় বলে অভিযোগ অভিজিতের। তাঁর অভিযোগ, শুভজিৎকে পিটিয়ে খুন করা হয়েছে। এ নিয়ে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন
Advertisement