নারায়ণ দেবনাথকে আর্থিক সাহায্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। —ফাইল চিত্র।
কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথকে আর্থিক সাহায্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শিল্পীর চিকিৎসার জন্য ওই টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধনখড়। বুধবার টুইট বার্তায় এ কথা জানিয়েছেন রাজ্যপাল।
রাজ্যপাল টুইট করেছেন, বিখ্যাত ওই কার্টুনশিল্পীর চিকিৎসার জন্য তিনি ৫ লক্ষ টাকা দিয়েছেন। ওই শিল্পীর বাড়িতে রাজ্যপাল যে গিয়েছিলেন সে কথাও উল্লেখ করেছেন টুইটে। রাজ্যপালের এই পদক্ষেপে খুশি শিল্পীর পরিবারের সদস্যরা। নারায়ণ-পুত্র তাপস দেবনাথ বলেন, ‘‘বাবার চিকিৎসার জন্য রাজ্য সরকার সবরকম ব্যবস্থা করেছে। এর পর রাজ্যপালের তরফ থেকে এমন সহযোগিতা পাওয়ায় আমরা খুশি। এর আগে বাবা যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন রাজ্যপাল দেখতেও গিয়েছিলেন।’’
WB Governor Shri Jagdeep Dhankhar has made available Rupees Five Lacs for health wellness aspects of 96 year Padma Shri awardee legend Shri Narayan Debnath.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 22, 2021
On Dec 11 Governor Dhankhar with wife Smt. Sudesh Dhankhar had called on ailing renowned cartoonist at hisHowrah residence pic.twitter.com/TXABGOQbvQ
গত ১১ ডিসেম্বর হাওড়ার শিবপুরে অসুস্থ শিল্পীর বাড়িতে সস্ত্রীক যান ধনখড়। রোগশয্যায় থাকা পদ্মশ্রী প্রাপ্ত ওই শিল্পীর সঙ্গে দেখা করেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সাক্ষাতের পর এ বার তাঁর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলেন রাজ্যপাল।