Illegal Construction

ডোবা বুজিয়ে নির্মাণ, ভাঙা হল কোর্টের নির্দেশে

এলাকাবাসীর অভিযোগ, ২০১০ সালে ডোবার মালিক শেখ হায়দার আলি আইন না-মেনে ওই জলা বুজিয়ে নির্মাণ শুরু করেন। আপত্তিতে কাজ হয়নি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
চণ্ডীতলা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ১০:০৮
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

ডোবা বুজিয়ে চণ্ডীতলা ১ ব্লকের ভগবতীপুর বাজার এলাকায় নির্মাণের অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এক ব্যক্তি। আদালতের নির্দেশে শনিবার ওই নির্মাণ ভাঙল প্রশাসন।

Advertisement

এলাকাবাসীর অভিযোগ, ২০১০ সালে ডোবার মালিক শেখ হায়দার আলি আইন না-মেনে ওই জলা বুজিয়ে নির্মাণ শুরু করেন। আপত্তিতে কাজ হয়নি। ২০১৪ সালে বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা করেন জনৈক জাহির আলি মল্লিক। গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নির্দেশ দেন, ওই ডোবা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। বিডিও কার্যালয়ের এক আধিকারিক বলেন, ‘‘আদালতের নির্দেশ‌ অনুযায়ী কাজ করা হচ্ছে।’’

জাহির বলেন, ‘‘ডোবা এবং গ্রামের জল নিকাশি ব্যবস্থা বুজিয়ে নির্মাণ করা হয়েছিল। তখন উনি (হায়দার) প্রভাবশালী ছিলেন। ওঁর অত্যাচারে প্রতিবাদকারীদের বাড়িছাড়া হতে হয়েছিল। আদালত যথার্থ রায় দিয়েছে।’’ হায়দারের বক্তব্য, ‘‘ডোবায় নির্মাণ করে ভুল করেছি। আদালতের নির্দেশ মেনে নিয়েছি।’’ অত্যাচারের অভিযোগ মানেননি হায়দার।

আরও পড়ুন
Advertisement