Teenager Died

সাঁকরাইলে গঙ্গার ঘাট থেকে উদ্ধার দুই নাবালকের দেহ! মৃত্যুর কারণ নিয়ে রহস্য

সোমবার রাতে সাঁকরাইল থানার পাঁচপাড়া গঙ্গার ঘাটে দুই নাবালকের দেহ উদ্ধার হয়। দু’জনেরই বয়সই এগারো থেকে বারো বছরের মধ্যে। মৃতদের কারও পরিচয় জানা যায়নি এখনও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ০১:৫২
A Photograph representing a dead body

সাঁকরাইল থানার পাঁচপাড়া গঙ্গার ঘাটে দুই নাবালকের দেহ উদ্ধার হয়। প্রতীকী ছবি।

গঙ্গার ঘাটে ভেসে এল দুই নাবালকের দেহ। সোমবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার সাঁকরাইলে। কী ভাবে ওই দুই নাবালকের দেহ ওখানে এল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সাঁকরাইল থানার পাঁচপাড়া গঙ্গার ঘাটে দুই নাবালকের দেহ উদ্ধার হয়। দু’জনেরই বয়সই এগারো থেকে বারো বছরের মধ্যে। মৃতদের কারও পরিচয় জানা যায়নি এখনও। এক জনের পরনে কালো রঙের হাফ ট্রাউজার। অন্য জনের সাদা রঙের। গায়ে কিছুই ছিল না। রাতে দেহ দেখেই গঙ্গার ঘাটে ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। দুই নাবালক ছবি পাঠানো হয়েছে বিভিন্ন থানায়।

Advertisement

জেলার এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুই নাবালকের দেহ এক সঙ্গে কী ভাবে গঙ্গার ঘাটে এল সেই নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দু’জনকে খুন করা হয়েছে, না কি জলে ডুবে তাদের মৃত্যু হয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন