পাশাপাশি দু’টি মোবাইল টাওয়ার, বিক্ষোভ বিজেপির

বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকার বাসিন্দারাও। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ ও র‌্যাফ। তবে পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে আপাতত ওই কাজ বন্ধ রয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৬:১৭
এলোকাবাসীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ বিজেপির। সাঁকরাইলের রাজগঞ্জে।

এলোকাবাসীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ বিজেপির। সাঁকরাইলের রাজগঞ্জে। —নিজস্ব চিত্র।

জনবহুল এলাকায় পাশাপাশি দু’টি মোবাইল টাওয়ারের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। রবিবার সকালে সাঁকরাইলের বানুপুর-২ পঞ্চায়েতের রাজগঞ্জ শীতলাতলার ঘটনা। বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকার বাসিন্দারাও। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ ও র‌্যাফ। তবে পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে আপাতত ওই কাজ বন্ধ রয়েছে।

Advertisement

এলাকাবাসী জানান, ওই এলাকার প্রায় হাজার লোকের বাস। এলাকার শীতলা মন্দিরের পিছনে রয়েছে একটি মোবাইল টাওয়ার। সেই টাওয়ারের পাশেই একটি দোতলা বাড়ির ছাদে দ্বিতীয় মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। এর প্রতিবাদে শনিবার এলাকার বাসিন্দারা সাঁকরাইল থানায় এবং বানুপুর-২ পঞ্চায়েতে স্মারকলিপি জমা দেন। এরপরেই বিজেপি এ দিন বিক্ষোভ দেখায়।

পাশাপাশি দু’টি মোবাইল টাওয়ার।

পাশাপাশি দু’টি মোবাইল টাওয়ার। —নিজস্ব চিত্র।

এলাকাবাসীর ক্ষোভ, জনবহুল এই এলাকায় একাধিক মোবাইল টাওয়ার বসালে শারীরিক সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের কাছে তাঁদের অনুরোধ, একই জায়গায় পাশাপাশি দুটি মোবাইল টাওয়ার যেন বসানো না হয়। এ বিষয়ে সাঁকরাইল বিধানসভার বিজেপির সহ আহ্বায়ক শ্রবণ ঘড়ুই বলেন, ‘‘তৃণমূল কোনও নিয়ম নীতির ধার ধারছে না। এমনকী পরিবেশ নীতি না মেনে, নিজেদের পকেট ভরতে একই জায়গায় পাশাপাশি দুটি মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দেওয়া হচ্ছে। না হলে পঞ্চায়েত কার্যালয়ের সামনে কাজ এত দূর এগোয় কী করে?’’

বানুপুর-২ পঞ্চায়েতের শিল্প সঞ্চালক তথা যে অংশে মোবাইল টাওয়ার বসানো নিয়ে অভিযোগ উঠেছে সেই অংশের তৃণমূল সদস্য তপন দাস বলেন, ‘‘আমাকে না জানিয়ে পঞ্চায়েতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’’ আর প্রধান তপতী ঘোষেরও সাফাই, ‘‘অনুমতি ছাড়াই কাজ হচ্ছিল। আপাতত কাজ বন্ধ করা হয়েছে।’’

কিন্তু এই বিক্ষোভের আগে কেন কাজ বন্ধ করানো হল না? তার জবাব মেলেনি।

আর সাঁকরাইল বিধানসভার তৃণমূল সভাপতি অমৃত বসু বলেন, ‘‘বিষয়টি শুনেছি। সব দিক খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে পঞ্চায়েতকে জানানো হবে।’’

Advertisement
আরও পড়ুন