জিটি রোডে চাল, আটা রেখে প্রতিবাদ বিজেপির

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বৈদ্যবাটি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ২৩:৪৪

—ফাইল চিত্র।

রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শিক্ষা থেকে খাদ্য, কয়লা থেকে নিয়োগ, সরকারী পরিষেবা প্রদান সর্বত্রই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে তার প্রতিবাদে হুগলি বৈদ্যবাটি জোড়াশ্বত্থতলায় জিটি রোডের উপর আটা, চাল, কয়লা, ত্রিপল রেখে বিক্ষোভ দেখাল বিজেপি।

Advertisement

রেশন দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান। ইডি আদালতে জানিয়েছে, রেশন ‘দুর্নীতি’র অন্যতম মূল চক্রী বাকিবুরের বয়ানের ভিত্তিতে মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ইডির তদন্তকারীরা বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে এবং প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করেছেন। ইডি সূত্রের দাবি, ওই দু’জন ছাড়াও মন্ত্রী-ঘনিষ্ঠ আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা হবে। তাঁদের মধ্যে দমদমের এক কাউন্সিলরও আছেন। তাঁকে শনিবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই কাউন্সিলরের সঙ্গে মন্ত্রীর দীর্ঘ দিনের ‘ঘনিষ্ঠতা’ রাজনৈতিক মহলে সুবিদিত। বৃহস্পতিবার অমিতের দু’টি ফ্ল্যাট এবং অভিজিতের হাওড়ার ব্যাঁটরার বাড়িতেও তল্লাশি হয়েছিল। ইডি সূত্রের দাবি, অভিজিতের বাড়ি থেকে একটি মেরুন রঙের ডায়েরি মিলেছে এবং সেই ডায়েরি থেকেই ‘বালুদা’-র বিভিন্ন লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, বাকিবুর-সহ বিভিন্ন লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করা হত এবং সেই টাকা মন্ত্রীর কাছে পৌঁছত। আগে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে ইডি।

আরও পড়ুন
Advertisement