Howrah Municipality

হাওড়ার পুরসভার ভিতরে জুয়ার আসর! ১৩ জন গ্রেফতার পুলিশি অভিযানে, উদ্ধার ৩৬ হাজার টাকাও

পুলিশ সূত্রে খবর, পুরসভার পিছনের দিকে রয়েছে সাফাইকর্মীদের কোয়ার্টার। দীর্ঘ দিন ধরেই সেখানে জুয়ার আসর চলছে বলে খবর মিলেছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৬:২৮
জুয়ার আসরে পুলিশি অভিযান।

জুয়ার আসরে পুলিশি অভিযান। —নিজস্ব চিত্র।

পুরসভার ভিতরে জুয়ার আসর! খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে হাওড়া পুরসভা থেকে ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বাইরে নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও রাতে কী ভাবে বহিরাগতেরা ভিতরে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পুরসভার পিছনের দিকে রয়েছে সাফাইকর্মীদের কোয়ার্টার। দীর্ঘ দিন ধরেই সেখানে জুয়ার আসর চলছে বলে খবর মিলেছিল। গোপন সূত্র মারফতর সেই খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ১৩ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩৬ হাজার টাকাও।

কিন্তু পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কী ভাবে দিনের পর দিন জুয়ার আসর বসল, তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। এক কর্মীর বক্তব্য, ‘‘রাতে গেট খোলা রেখেই আমরা ঘুমিয়ে পড়ি।’’ যদি তা-ই হয়, তা হলে এর দায় কে নেবে, উঠছে সেই প্রশ্নও।

হাওড়ার পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘‘পুরসভা বন্ধ হওয়ার পরেও কী ভাবে বহিরাগতেরা ভিতরে প্রবেশ করছে, তা খতিয়ে দেখা হবে। কর্তব্যে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement
আরও পড়ুন