Howrah Road Accident

ধাক্কা মেরে পালাল ট্রাক, হাওড়ায় জাতীয় সড়কের উপরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্র্যাফিক পুলিশের

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ট্র্যাফিক হোমগার্ডের নাম সোমনাথ রায় (৪০)। বাড়ি হাওড়ার সাঁকরাইলে। উলুবেড়িয়া ট্র্যাফিক গার্ডের অফিসে কর্মরত ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১০:২৫

—প্রতীকী চিত্র।

কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে ধাক্কা মারল ট্রাক। শুক্রবার সকালে হাওড়া জেলার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ট্র্যাফিক হোমগার্ডকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ট্র্যাফিক হোমগার্ডের নাম সোমনাথ রায় (৪০)। বাড়ি হাওড়ার সাঁকরাইলে। উলুবেড়িয়া ট্র্যাফিক গার্ডের অফিসে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার শ্রীরামপুর মোড়ে ছ’নম্বর জাতীয় সড়কে ট্র্যাফিকের ডিউটি করছিলেন সোমনাথ। সেই সময় চলন্ত লরি তাঁকে ধাক্কা মারে। স্থানীয়েরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ঘাতক গাড়ির চালক ট্রাকটিকে নিয়ে কোলাঘাটের দিকে চলে যান।

এই ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী বাঙ্গালিয়া বলেন, “কর্তব্যরত অবস্থায় এক ট্র্যাফিক হোমগার্ডকে একটি গাড়ি ধাক্কা মারে। মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। মৃত ব্যক্তির নাম সোমনাথ রায়। তাঁর বাড়ি সাঁকরাইলে।”

হাওড়ার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত বানীপুর ২ নম্বর পঞ্চায়েতের রাজগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন সোমনাথ। তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, শুক্রবার কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে ভোর ৫টার বেরিয়েছিলেন সোমনাথ। মৃতের পরিবারে তিন ভাই, স্ত্রী, বৃদ্ধা মা এবং এক কন্যাসন্তান রয়েছেন। সোমনাথ বাড়ির মেজো ছেলে। বাবার চাকরি পেয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন