Woman's body found

অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হুগলির শ্রীরামপুরে! পুকুরে ভাসতে দেখেন স্থানীয়েরা

শনিবার সকালে শ্রীরামপুর থানার পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাপসরা মালিকপাড়া এলাকার একটি পুকুরে মহিলার দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৩:৩৫

—প্রতীকী চিত্র।

কৃষ্ণনগর-কাণ্ডের মধ্যেই মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলির শ্রীরামপুরে। শনিবার সকালে শ্রীরামপুর থানার পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাপসরা মালিকপাড়া এলাকার একটি পুকুরে মহিলার দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। তাঁরা জানান, ওই মহিলাকে এলাকার কেউ চেনেন না।

Advertisement

স্থানীয়েরাই পেয়ারাপুর পুলিশ ফা়ঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার পরনে শাড়ি ছিল। স্থানীয় গৌতম দাস বলেন, ‘‘দেখলাম পুকুরে এক মহিলার মৃতদেহ ভাসছে। দেখে চিনতে পারিনি। উনি এলাকার কেউ নন।’’

পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স অন্তত ৫০-৫৫ বছর। শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
আরও পড়ুন