RG Kar Incident

ধর্ষণ-খুনের মামলায় সিবিআই তলব, সিজিওতে হাজিরা দিলেন আরজি করের চার নার্স

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ-খুনের ঘটনার দিন আরজি করের জরুরি বিভাগে কর্মরত ছিলেন, এমন বেশ কয়েক জন নার্সকে তলব করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার তাঁদের সিজিওতে হাজিরা দেওয়ার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৪:৩১
সিবিআই-তলবে সিজিও কমপ্লেক্সে আরজি করের চার জন নার্স।

সিবিআই-তলবে সিজিও কমপ্লেক্সে আরজি করের চার জন নার্স। —প্রতীকী চিত্র।

আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার রাতে জরুরি বিভাগে কর্মরত চার নার্সকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার তাঁরা সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে হাজিরা দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই চার জনকে বেশ কিছু ক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ-খুনের ঘটনার দিন আরজি করের জরুরি বিভাগে কর্মরত ছিলেন, এমন বেশ কয়েক জন নার্সকে তলব করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার তাঁদের সিজিওতে হাজিরা দেওয়ার কথা।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে দীর্ঘ দিন অনশন এবং কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন