দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। —ফাইল চিত্র।
চৈত্রের শেষ লগ্নে, বৈশাখের শুরুতে কালবৈশাখীর দাপট দেখেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আর বৃষ্টি নয়। ঝড়বৃষ্টির দিন আপাতত শেষ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এ বার গরম বাড়বে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপামাত্রা। বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই।
চৈত্র মাসের মাঝামাঝি সময়েই দক্ষিণের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। তার পর কালবৈশাখী সাময়িক স্বস্তি দিয়েছে। কিন্তু বৈশাখের গরম তার চেনা ছন্দে ফিরতে পারে চলতি সপ্তাহেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের চার দিনে তাপমাত্রা এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে। ফলে একাধিক জেলায় গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে।
যদিও রবিবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও তেমন পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এই জেলাগুলিতে রবিবার দু’একটি জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। সোমবার থেকে দক্ষিণের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলবে। সারা সপ্তাহ ধরেই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু জায়গায় বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু রবিবার। তবে উত্তরবঙ্গেও আগামী চার দিনে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপামাত্রা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম।