Car Treasure Hunt

গুপ্তধনের সন্ধানে শহর! ‘কলকাতা অন হুইলস্’-এর উদ্যোগে আয়োজিত ‘কার ট্রেজ়ার হান্ট

‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড’ এবং ‘সাইনি টয়োটা’র সহযোগিতায় ‘কলকাতা অন হুইলস্’ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪
‘কার ট্রেজ়ার হান্ট’

‘কার ট্রেজ়ার হান্ট’

গত ১৫ ডিসেম্বর ২০২৪, শহরের গাড়িপ্রেমীদের জন্য ছিল এক বিশেষ দিন। ভারতের বৃহত্তম চার চাকার গাড়ির ইভেন্টগুলির মধ্যে অন্যতম ‘কলকাতা অন হুইলস্’-এর ‘কার ট্রেজ়ার হান্ট’। দীর্ঘ দিন ধরেই ডিসেম্বর মাসে এমন এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করে ‘কলকাতা অন হুইলস্’। এ বছর ২০তম বর্ষে পদার্পণ করল তাদের এই উদ্যোগ।

Advertisement

‘কার ট্রেজ়ার হান্ট’-এর উদ্দীপনায় সাড়া দিয়ে এ বারও গুপ্তধনের সন্ধানে নেমে পড়েছিলেন বহু উৎসাহী মানুষ। এ বছর এই প্রতিযোগিতার টাইটেল স্পনসরের ভূমিকায় ছিল ‘ইন্ডিয়ান অয়েল’।

‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড’ এবং ‘সাইনি টয়োটা’র সহযোগিতায় ‘কলকাতা অন হুইলস্’ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রতিযোগিতায় সামিল হয়েছিল প্রায় ১০০টি দল। প্রতিটি দলে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৪ জন প্রাপ্তবয়স্ক সদস্য ছিলেন। প্রতিযোগীরা তাঁদের নিজস্ব গাড়িতেই অংশগ্রহণ করেন।

স্টার্টিং পয়েন্টে বা ফ্ল্যাগ অফের সময়ে প্রতিটি দলকে ৮টি ধাঁধা সমন্বিত একটি ক্লু শিট দেওয়া হয়েছিল। নিয়ম হল, সেই ‘ক্লু’ অনুসরণ করেই অংশগ্রহণকারীদের পৌঁছতে হবে নির্দিষ্ট গন্তব্যে। একটি গন্তব্যে পৌঁছনোর পরে সেখানে প্রতিযোগীদের একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

সেই উত্তর দেওয়ার পরেই তাঁরা অন্য ‘ক্লু’ অনুসরণ করে পরের গন্তব্যের জন্য রওনা হবেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পরে প্রতিটি দলকে নির্দিষ্ট নম্বর দেওয়া হয় এবং প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতেই বিজেতা এবং রানার আপের নাম ঘোষণা করা হয়।

প্রতি বছর ডিসেম্বর মাসে গাড়ি সংক্রান্ত একটি ম্যাগাজিন ‘কলকাতা অন হুইলস্’, শহরের মোটর প্রেমিকদের জন্য এই ‘কার ট্রেজ়ার হান্ট’-এর আয়োজন করে। গত ২০ বছর ধরেই এই প্রতিযোগিতার আয়োজন করছে তারা, যা এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

এ বছর এই ইভেন্টের ডিজিটাল পার্টনার ছিল আনন্দবাজার অনলাইন। শীতের মরসুমকে আরও জমজমাট করে তুলতে এই বিশেষ সংযোজন এ শহরের উৎসবমুখরতাকে আরও সরগরম করে তুলেছে।

Advertisement
আরও পড়ুন