বিজেপির কর্মসূচিতে আনসার। ছবি: টুইটার থেকে নেওয়া।
দিল্লির জহাঙ্গিরপুরীতে সাম্প্রতিক অশান্তির ঘটনায় অভিযুক্ত আনসার শেখের সঙ্গে বিজেপি নেতাদের যোগাযোগের ‘প্রমাণ’ দিল তৃণমূল। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, সুজিত বসুর পাশাপাশি দলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির নানা কর্মসূচিতে আনসারের ‘উপস্থিতির ছবি’ টুইট করেছেন।
ইন্দ্রনীল টুইটারে লিখেছেন, ‘আনসারদের আশ্রয় দেয় বিজেপি। মোদী-শাহ জুটিকে তুষ্ট করতে কী ভাবে আবর্জনা জড়ো করা হয়, নীচের ছবিগুলিতে তা স্পষ্ট।’ মন্ত্রী পার্থের টুইট-মন্তব্য, ‘সত্যিই বিশ্বাস করি ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত! অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে! এখানে আমরা দেখতে পাচ্ছি, আনসারদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা।’
I truly believe that our priority should be ensuring justice! The perpetrators must be adequately punished!
— Partha Chatterjee (@itspcofficial) April 22, 2022
Here, we see how Ansar has been closely associated with @BJP4India. Let's not have a one-track mind! pic.twitter.com/1hu8JEl6Vb
ঘটনাচক্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন, দিল্লি হিংসায় ধৃত আনসার বছর খানেক আগে তাঁর গাড়িতে হামলা চালিয়েছিলেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘‘গত বছর ২ মে পাথর ছুড়েছে আমার গাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর পরে হলদিয়ায় সার্টিফিকেট নিতে গেলে কে পাথর ছুড়েছিল সেটা তো সবাই দেখেছে।’’
Ensuring justice should be our only priority.
— Sujit Bose (@sujitboseaitc) April 22, 2022
Ansar could be a repeat offender. He has been seen with people from @BJP4India as well...
Let's not misplace our priorities! pic.twitter.com/pc0n5YqmcL
পাশাপাশি জহাঙ্গিরপুরী-কাণ্ডে আনসার জড়িত বলে অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘‘তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গ গোটা দেশে গুন্ডা, বদমাশ, দাঙ্গাকারী সরবরাহের জায়গা হয়ে উঠেছে। সারা দেশের কাছে বাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে এই সব কাজের জন্য।’’
অভিযোগের সমর্থনে বিজেপির তরফে একটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ আজিজুল রহমানের কাঁধে হাত দিয়ে আনসার বসে রয়েছেন। প্রসঙ্গত, জহাঙ্গিরপুরী হিংসায় জড়িত থাকার অভিযোগে চলতি সপ্তাহেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
Focus should be on JUSTICE!
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) April 22, 2022
Here is Ansar with @BJP4India leaders...in case anybody missed or got too busy running the same old propaganda! pic.twitter.com/IWrAxQHu2B
বিজেপির সেই ছবির জবাবে দিল্লির বিজেপি নেতাদের সঙ্গে আনসারের ছবি দিয়ে ঋতব্রত লিখেছেন, ‘এই যে আনসারের সঙ্গে রয়েছেন বিজেপি নেতারা। কেউ যদি দেখতে না পান কিংবা পুরনো বস্তাপচা প্রচারে শামিল হন!’ প্রসঙ্গত, এর আগে দিল্লির আম আদমি পার্টির নেতারাও ‘বিজেপির কর্মসূচিতে আনসারের উপস্থিতির ছবি’ টুইট করেছেন।
Ansar is sheltered by @BJP4India! Photos below for everyone's reference, who cannot stop trying to please the Mo-Shah duo by coming up with garbage!https://t.co/bR2fK4E8qr pic.twitter.com/lPBN67BaFa
— Indranil Sen (@Indrani39664132) April 22, 2022