কংগ্রেসের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
বি আর অম্বেডকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং তাঁকে ইস্তফা দিতে হবে, এই দাবিকে সামনে রেখে রবিবারও অব্যাহত রইল কংগ্রেসের বিক্ষোভ।
দলের নেতা-কর্মীরা এ দিন দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট থেকে ত্রিকোণ পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন। ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, এআইসিসি-র সদস্য তুলসী মুখোপাধ্যায়-সহ অন্যেরা। মিছিল থেকে অম্বেডকর এবং ভারতের সংবিধানের কোনও রকম অপমান বরদাস্ত করা হবে না বলে লড়াইয়ের বার্তা দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।