Subodh Singh

সুবোধের ‘দেহরক্ষী’দের খোঁজ নিতে চিঠি বেউরে

বেউর জেলে সাম্রাজ্য বানিয়েছিল সুবোধ। বন্দি শাগরেদদের নিয়ে গড়েছিল নিরাপত্তারক্ষী দল। তারাই জিজ্ঞাসাবাদের সময় সুবোধকে ঘিরে রাখে, চেষ্টা করে জেরায় বাধা দেওয়ার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ০৫:১৭
সুবোধ সিংহ। —ফাইল ছবি।

সুবোধ সিংহ। —ফাইল ছবি।

Advertisement

রাজ্যে আনার আগে গত মাসের প্রথম দিকে পটনার বেউর জেলে গিয়ে বন্দি সুবোধ সিংহকে জেরা করেছিল সিআইডির একটি দল। অভিযোগ, ওই জেরা চলাকালীন কয়েক জন আসামি সেখানে এসে দাবি করে, তারা সুবোধের দেহরক্ষী। ওই আসামিদের পরিচয় জানতে চায় সিআইডি। ওই দিনের এবং সেই সময়কার সিসিটিভি ফুটেজ চেয়ে বেউর জেল কর্তৃপক্ষকে শুক্রবার চিঠি দিয়েছে তারা। দ্রুত ওই বন্দিদের নামও জানাতে বলা হয়েছে।

সূত্রের খবর, বেউর জেলে সাম্রাজ্য বানিয়েছিল সুবোধ। বন্দি শাগরেদদের নিয়ে গড়েছিল নিরাপত্তারক্ষী দল। তারাই জিজ্ঞাসাবাদের সময় সুবোধকে ঘিরে রাখে, চেষ্টা করে জেরায় বাধা দেওয়ার। জেলে বন্দির নিরাপত্তারক্ষী পাওয়ার কথা নয়। ওই আসামিদের দরকারে হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে, খবর সিআইডি সূত্রে।

সপ্তাহ দুয়েক আগে সুবোধকে রানিগঞ্জের একটি ডাকাতির মামলায় এ রাজ্যে নিয়ে আসে সিআইডি। সেটি ছাড়াও সুবোধের বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে, যার কয়েকটি সিআইডির তদন্তাধীন। ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্ল খুনে সুবোধ জড়িত বলেও অভিযোগ। তার তদন্ত ফের শুরু করেছে পুলিশ। অভিযুক্ত এক বন্দিকে দমদম জেলে এ দিন টানা প্রায় দু’ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন