Accident in Thakurpukur

‘মত্ত’ অবস্থায় গাড়ি নিয়ে পর পর ধাক্কা ঠাকুরপুকুর বাজারে, বেশ কয়েক জন আহত, মৃত এক

অভিযোগ, ১০ থেকে ১২ জন পথচারীকে ধাক্কা দেয় গাড়িটি। কয়েক জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৩:৩৯
ঠাকুরপুকুর বাজারের সরু রাস্তায় প্রবেশ করে এই গাড়ি।

ঠাকুরপুকুর বাজারের সরু রাস্তায় প্রবেশ করে এই গাড়ি। — নিজস্ব চিত্র।

ঠাকুরপুকুর বাজারে রবিবার সকালে ভিড় জমিয়েছিলেন ক্রেতারা। আচমকাই সেই ভিড় বাজারে ঢুকে পড়ে একটি গাড়ি। অভিযোগ, ১০ থেকে ১২ জন পথচারীকে ধাক্কা দেয় গাড়িটি। কয়েক জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক জনের মৃত্যু হয়েছে। পুলিশ এসে চালক এবং তাঁর সঙ্গী দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। পরে তাঁদের গ্রেফতার করা হয়। শেষ পর্যন্ত রবিবার বিকেলে তাঁরা জামিনও পান। প্রত্যক্ষদর্শীদের দাবি, সওয়ারিরা মত্ত অবস্থায় ছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হাঁসপুকুর থেকে ঠাকুরপুকুর থানার দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকাই নিয়ম ভেঙে বাজারের সরু রাস্তায় ঢুকে পড়ে সেটি। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা দেন চালক। এই ঘটনায় আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। কারও কারও আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। পরে এক জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ঠাকুরপুকুর থানার পুলিশ। আটক করে গাড়ির চালক এবং দুই মহিলাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধৃতেরা মত্ত ছিলেন। পুলিশ জানায়, চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুরপুকুরের ওই বাজারের সরু রাস্তায় গত কয়েক বছর ধরে গাড়ি চলাচল বন্ধ। তার পরেও রবিবার সকালে ওই গাড়িটি সরু রাস্তায় ঢুকে পড়ে বলে অভিযোগ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়েরা।

Advertisement
আরও পড়ুন