RG Kar Financial Irregularities

সন্দীপদের আবার ফেরাল হাই কোর্ট, খারিজ নির্দেশ পুনর্বিবেচনার আর্জি, চার্জ গঠন কি বৃহস্পতিতেই

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হচ্ছে। নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে দু’বার আদালতে যান সন্দীপ ঘোষেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯
সন্দীপ ঘোষদের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট।

সন্দীপ ঘোষদের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষদের আর্জি মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। এই সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না, জানিয়ে দিয়েছেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার গ্রহণযোগ্যতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার সকালে আবার এ বিষয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দ্বারস্থ হতে পারেন সন্দীপরা। সিঙ্গল বেঞ্চের নির্দেশ কার্যকর হলে, বৃহস্পতিবারই এই মামলায় তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে।

Advertisement

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গত ২৮ জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, সাত দিনের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। সেই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। আদালতের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে গত সপ্তাহেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপরা। তা মঞ্জুর হয়নি। বুধবার একই আবেদন নিয়ে আবার তাঁরা হাই কোর্টে যান। এতে বিচারপতি ঘোষ বিরক্তি প্রকাশ করেন এবং আবার আর্জি খারিজ করে দেন। এর পরেই প্রধান বিচারপতির দ্বারস্থ হন আবেদনকারীরা।

প্রধান বিচারপতি সন্দীপদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। তবে তিনি জানান, মামলা দায়ের করে সিঙ্গল বেঞ্চে আবেদন জানাতে হবে। ফলে মামলাটি আবার বিচারপতি ঘোষের এজলাসে ওঠে। বুধবার বিকেলে সেই সংক্রান্ত শুনানিতে বিচারপতি মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। আবার খারিজ করে দেওয়া হয় সন্দীপদের আবেদন। বিচারপতি জানান, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচার প্রক্রিয়ার উপর ২২৬ ধারার সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ খাটে না।

হাই কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে গত সপ্তাহে মামলা করেছিলেন সন্দীপ নিজে। তাঁর বক্তব্য ছিল, হাই কোর্ট সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরুর যে নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা দরকার। কারণ, আর্থিক দুর্নীতি মামলায় প্রায় ১৫ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সাত দিনের মধ্যে চার্জ গঠন হলে পুরো চার্জশিট পড়ার সুযোগ থাকবে না। এত কম সময়ের মধ্যে অভিযুক্তেরা নিজেদের বক্তব্য সঠিক ভাবে আদালতে জানাতেও পারবেন না। তাই বিচারপ্রক্রিয়ার গতি কমানো হোক। আর্জি খারিজ করে বিচারপতি ঘোষ তাঁদের নিম্ন আদালতে বক্তব্য জানাতে বলেছিলেন।

বুধবার একই আর্জি নিয়ে এই মামলার অন্যতম অভিযুক্ত সুমন হাজরা হাই কোর্টের দ্বারস্থ হন। সেই আর্জি মঞ্জুর হলে সন্দীপ এবং অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হত। কিন্তু আবার উচ্চ আদালত থেকে তাঁদের ফিরতে হল খালি হাতে।

আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে বুধবার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেখানে আবার মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন সন্দীপেরা। হাই কোর্টে এই সংক্রান্ত মামলা থাকায় আলিপুর আদালতের বিচারক জানান, বুধে নয়, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ সন্দীপদের মামলা এবং চার্জ গঠনের শুনানি হবে।

Advertisement
আরও পড়ুন