Naushad Siddiqui

ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিধায়ক নওশাদের আগাম জামিন মঞ্জুর কলকাতা হাই কোর্টে

গত বছর ১৬ জুন পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে খুন হয়েছিলেন রাজু নস্কর নামের ওই তৃণমূল কর্মী। ওই ঘটনায় নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৬
নওশাদ সিদ্দিকি।

নওশাদ সিদ্দিকি। — ফাইল চিত্র।

ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তৃণমূল কর্মী রাজু নস্করের খুনের মামলায় তাঁকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

Advertisement

গত বছর ১৬ জুন পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে খুন হয়েছিলেন রাজু নস্কর নামের ওই তৃণমূল কর্মী। ওই খুনের ঘটনায় বিধায়ক নওশাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের হয়েছিল। অভিযোগ করেছিলেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।

তাঁর অভিযোগ ছিল, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য হাটগাছার কয়েক জন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তাঁর শ্বশুর রাজু ভাঙড়-২ ব্লকের দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। পুলিশকে ঋত্বিক অভিযোগ করেছিলেন, নওশাদ বাহিনীর হামলার মুখে পড়ে তিনি পালিয়ে যেতে পারলেও তাঁর শ্বশুরকে পিটিয়ে মারা হয়।

অভিযোগের জেরে নওশাদদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছিল। ভবানী ভবনে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল সিআইডি। নওশাদের আইনজীবী ফিরদৌস শামিম তাঁর পক্ষে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন। শুক্রবার তা মঞ্জুর হয়েছে।

আরও পড়ুন
Advertisement