BJP

রাষ্ট্রপতির অপমান, অখিল গিরির পদত্যাগের দাবিতে শীতকালীন অধিবেশনে সোচ্চার হবে বিজেপি

অখিলের ঘটনায় ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে থামতে নারাজ বিজেপি। অখিলের কুমন্তব্য নিয়ে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশন সরগরম করতে চায় বিজেপির পরিষদীয় দল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১১:৫১
রাষ্ট্রপতিকে অখিলের কুমন্তব্য নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশন সরগরম করতে চায় বিজেপি।

রাষ্ট্রপতিকে অখিলের কুমন্তব্য নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশন সরগরম করতে চায় বিজেপি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি। সোমবার সেই ঘটনার জেরে নবান্নে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে থামতে নারাজ বিজেপি। অখিলের কুমন্তব্য নিয়ে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশন সরগরম করতে চায় বিজেপি পরিষদীয় দল।

মূলত রাজ্য মন্ত্রিসভা থেকে অখিলের অপসারণের দাবিতেই তাঁরা সরব হবেন বলে জানিয়েছেন বিজেপির এক বিধায়ক। কারণ আদিবাসী রমণী দ্রৌপদী দেশের সর্বোচ্চ পদে বসেছেন। এর আগে কোনও আদিবাসী দেশের রাষ্ট্রপতি হননি। সাংবিধানিক ভাবে রাষ্ট্রের প্রধান তিনি। সেই প্রধানকে অপমান করেছেন মন্ত্রী অখিল, তাই বিধানসভার অন্দরে ও বাইরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছেন বিজেপি বিধায়করা।

Advertisement

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিনের কাজ শোকপ্রস্তাবের পর শেষ হয়ে গেলেও, ২১ তারিখ সোমবার থেকে পুরোদমে শুরু হবে অধিবেশনের কাজকর্ম। ওই দিন সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি পরিষদীয় দলের বৈঠকের ডাক দিয়েছেন। ওই বৈঠকেই অখিলের পদত্যাগের দাবিতে কী ভাবে আন্দোলন হবে সেই নিয়ে রূপরেখা স্থির করবে বিজেপি পরিষদীয় দল, তেমনটাই সূত্রের খবর। অধিবেশনে যোগ দিতে এলে মন্ত্রী অখিলকে ঘিরেও যে তাঁরা বিক্ষোভ দেখাবেন, তা-ও বিজেপি বিধায়কদের পরিকল্পনায় রয়েছে। তবে তাদের অভ্যন্তরীণ কর্মসূচি প্রসঙ্গে এখনই প্রকাশ্যে কিছু জানাতে নারাজ বিজেপির পরিষদীয় দল। সোমবার এক দফায় রাজভবন গিয়ে অখিলের পদত্যাগের দাবি করে এসেছে বিজেপি পরিষদীয় দল। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিধানসভার শীতকালীন অধিবেশনকেই ব্যবহার করতে চান বিরোধী দলনেতা।

আরও পড়ুন
Advertisement