Mamata Banerjee Injured

মমতাকে দেখতে হাসপাতালে লকেটরা, ‘ভিজিটিং আওয়ার’ পেরিয়ে যাওয়ায় হল না দেখা

হাসপাতাল চত্বরে তথাগত ও শমীককে দেখে কালো পতাকা ও ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে। যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন বিজেপি নেতারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৭:৫৩
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় এবং তথাগত রায়

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় এবং তথাগত রায় নিজস্ব চিত্র

আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন বিজেপি নেতারা। কিন্তু অনুমতি মেলেনি বলে দেখা না করেই ফিরে আসেন তথাগত রায়, শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা। বিজেপি নেতারা ‘ভিজিটিং আওয়ার’ পেরিয়ে যাওয়ায় দেখা করতে দেওয়া হয়নি বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে।

নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হন মমতা। রাতেই তাঁকে কলকাতায় আনা হয়। বুধবার রাত থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা তথাগত, শমীক, লকেট। কিন্তু দেখা না পেয়ে তাঁরা হাসপাতাল থেকে কিছু ক্ষণের মধ্যে ফিরে আসেন। লকেট বলেন, ‘‘আমি ডেরেক ও’ব্রায়েনের কাছ থেকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর নিই। উনি বলেছেন এখন দেখা করা যাবে না। তাই দেখা করতে পারিনি। আমি চাই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’’

Advertisement

সংবাদমাধ্যমে পরে তথাগত বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু দেখা করা হয়নি। মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ডাক্তার জানিয়েছেন, ভিজিটিং আওয়ারের পর রোগীর সঙ্গে দেখা করা যাবে না। ডাক্তারের উপর তো কথা হয় না। তাই আমরা না দেখা করেই ফিরে আসি।’’ একইসঙ্গে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে সব রকমের শুভেচ্ছা জানাই। তিনি তাড়াতাড়ি ভাল হয়ে ওঠুন।’’ জানা গিয়েছে, মমতার সঙ্গে দেখা করতে না পেরে বিজেপি নেতারা অরূপের সঙ্গে দেখা করেন। তাঁর কাছেই মমতার দ্রুত আরোগ্য কামনা করেন।

বৃহস্পতিবার সকাল থেকে মুখ্যমন্ত্রীকে দেখতে তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীকেই হাসপাতালে আসতে দেখা যায়। তথাগত ও শমীক যে সময় এসেছিলেন, তার আগেও বেশ কয়েকজন নেতাকে হাসপাতালের ঢুকতে দেখা গিয়েছে। তাঁরা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছেন? এই প্রশ্নের উত্তরে তথাগত বলেন, ‘‘অনেক তৃণমূল নেতা আসছেন দেখেছি। কিন্তু তাঁদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে কি না বলতে পারব না। আমাদের দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু তা হয়নি। যদি মুখ্যমন্ত্রী দেখা করতেন ভাল লাগত।’’

বিধানসভা ভোটের প্রচারে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাত থেকে তিনি হাসপাতালে ভর্তি। বুধবার রাতে হাসপাতালে রাজ্যপাল জাগদীপ ধনখড় মমতার সঙ্গে দেখা করতে এলে তাঁকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবারও হাসপাতাল চত্বরে তথাগত ও শমীককে দেখে কালো পতাকা ও ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে। যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন বিজেপি নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথাগত বলেন, ‘‘আমরা এখানে শুধু মুখ্যমন্ত্রীকে মানবতার খাতিরে দেখতে এসেছি। এটা সৌজন্যমূলক সাক্ষাৎ। মনে রাখতে হবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা রাজনৈতিক কর্মী। তাই এখানে কালো পতাকা দেখানো ভাল রুচির পরিচয় নয়।’’

আরও পড়ুন
Advertisement