Jammu-Kashmir Terror Attack

পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু বাঙালি পর্যটকেরও! পাটুলির বাসিন্দা বিতান স্ত্রী-পুত্রকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীর

পহেলগাঁওয়ে জঙ্গিহানায় অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত পর্যটকদের মধ্যে বিভিন্ন রাজ্যের বাসিন্দা যেমন রয়েছেন, তেমনই আছেন বিদেশিরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২২:৪২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের। মৃতের নাম বিতান অধিকারী। কলকাতার পাটুলির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত ১৬ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। আগামী ২৪ এপ্রিল তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের। তাঁর স্ত্রী-পুত্রকে কলকাতায় ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে মৃতের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা।

Advertisement

মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিহানায় অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত পর্যটকদের মধ্যে বিভিন্ন রাজ্যের বাসিন্দা যেমন রয়েছেন, তেমনই আছেন বিদেশিরাও। এখনও পর্যন্ত বাংলার এক পর্যটকের মৃত্যুর খবর মিলেছে।

জানা যাচ্ছে, বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরে। আগামী বৃহস্পতিবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিতানের মৃত্যুসংবাদ পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে অধিকারী পরিবারের। বিতানের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরেও ছেলে-বৌমার সঙ্গে কথা হয়েছে তাদের। সকলে আনন্দে ছুটি কাটাচ্ছিল। সন্ধ্যায় খবর আসে জঙ্গির গুলিতে মারা গিয়েছেন বিতান!

এই মৃত্যুসংবাদ পেয়ে বিতানদের কলকাতার বাড়িতে যান মন্ত্রী অরূপ। তিনি জানান, মুখ্যমন্ত্রী নিজে খোঁজখবর করছেন। ইতিমধ্যে প্রতিনিধিদের পাঠানো হয়েছে জম্মু-কাশ্মীরে। মৃতের স্ত্রী-সন্তানকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। দেহ-ও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

রাতে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, জম্মু-কাশ্মীরে পর্যটকের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা রইল। নিহতদের মধ্যে একজন বিতান অধিকারী এই বাংলারই বাসিন্দা। আমি তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। যদিও এই শোকের মুহূর্তে তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো কোনও শব্দই যথেষ্ট নয়। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে, আমার সরকার তাঁর স্বামীর দেহ কলকাতার বাড়িতে ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ করছে।

Advertisement
আরও পড়ুন