—প্রতীকী চিত্র।
রেললাইন পেরিয়ে শাক তুলতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। মৃত দুই মহিলার নাম মানু বাউরি (৪৯) ও তপি বাউরি(৪৬)। তাঁরা দু’জনেই পূর্ব বর্ধমানের গলসির কোলকোল গ্ৰামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বুধবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান আসানসোল রেলপথের গলসি ১ নম্বর ব্লকের পারাজ রেল স্টেশনের কাছে। স্থানীয় বাসিন্দা সনাতন বাউরি জানান, দুই মহিলার ক্ষতবিক্ষত দেহ প়ড়ে থাকতে দেখেন তিনি। ঘটনার খবর পাওয়া মাত্রই রেল পুলিশ ও গলসি থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ওই দুই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বর্ধমান জিআরপি। রেললাইন পেরিয়ে শাক তুলতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।