Accident At NIT Durgapur

৬ দিনের লড়াই শেষ, এনআইটি দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণে জখম সেই অধ্যাপকের মৃত্যু!

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন ইন্দ্রজিৎ বসাক। দুর্ঘটনার পরে দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৬:২২
Professor Indrajit Basak

অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। —নিজস্ব চিত্র।

মৃত্যু হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরের প্রবীণ অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের। গত মঙ্গলবার কলেজের গবেষণাগারে পরীক্ষার সময় বিস্ফোরণে গুরুতর জখম হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ। দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সেখানেই মৃত্যু হয়েছে অধ্যাপকের।

Advertisement

ইন্দ্রজিতের বয়স হয়েছিল ৬৪ বছর। এনআইটি সূত্রে খবর, গত মঙ্গলবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে একটি প্রজেক্টের কাজ করছিলেন অধ্যাপক বসাক। হঠাৎ বিস্ফোরণ হয় গবেষণাগারে। থার্মিট ওয়েল্ডিং নিয়ে কাজের সময় রাসায়নিক ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং এক পড়ুয়া। আহত হন আরও কয়েক জন পড়ুয়া। তবে সবচেয়ে বেশি জখম হয়েছিলেন অধ্যাপক। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি হাসপাতালে। আইসিইউতে রেখে চিকিৎসা হচ্ছিল। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অধ্যাপককে। সোমবার তাঁর মৃত্যুসংবাদ এসেছে দুর্গাপুরে।

সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা অধ্যাপক বসাক দীর্ঘ দিন ধরে এনআইটি দুর্গাপুরের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ওই প্রতিষ্ঠানের শিক্ষক এবং পড়ুয়ারা। দুর্গাপুর এনআইটি-র মুখ্য জনসংযোগ আধিকারিক কৃষাণ রায় বলেন, ‘‘অধ্যাপকের শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল। অনেক চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু বাঁচানো যায়নি ইন্দ্রজিৎবাবুকে। আমরা শোকস্তব্ধ। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’

Advertisement
আরও পড়ুন