Level Crossing Death Trap

লেভেল ক্রসিং যেন মরণফাঁদ

বাসিন্দাদের দাবি মেনে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, সালানপুর পঞ্চায়েত সমিতির তরফে বারবার রেলের কাছে এই ক্রসিংয়ে সংস্কারের জন্য আবেদন করা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ০৯:২৫
সালানপুরে এমনই হাল লেভেল ক্রসিংয়ের।

সালানপুরে এমনই হাল লেভেল ক্রসিংয়ের। নিজস্ব চিত্র।

বর্ষার আগেই লেভেল ক্রসিং-এর রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। কিন্তু তা রাখা হয়নি। মরণফাঁদ হয়ে উঠেছে চিত্তরঞ্জন রোডের সালানপুর লেভেল ক্রসিং। প্রাণ হাতে নিয়ে ক্রসিং পারাপার করতে হচ্ছে, অভিযোগ যানবাহনের চালক থেকে পথচারীদের। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে বলে অভিযোগ চালকদের। উত্তর ২৪ পরগনার খড়দহে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার পরে উদ্বেগ আরও বেড়েছে এলাকাবাসীর। তবে সংস্কারের উদ্যোগ শুরু হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের।

Advertisement

রেলের আসানসোন ডিভিশনের চিত্তরঞ্জন রোডের এই লেভেল ক্রসিংটি গুরুত্বপূর্ণ। সালানপুর, রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন-সহ ব্লকের নানা প্রান্তে ও ঝাড়খণ্ডের জামতাড়া, দেওঘর, মিহিজামে যাতায়াতে এই লেভেল ক্রসিং পারাপার করতেই
হয়। জেলা পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ২৫ হাজার ছোট-বড় যানবাহন এই ক্রসিং পেরিয়ে যাতায়াত করে। বাসিন্দাদের দাবি মেনে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, সালানপুর পঞ্চায়েত সমিতির তরফে বারবার রেলের কাছে এই ক্রসিংয়ে সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু কাজ হয়নি বলে অভিযোগ।

আসানসোল ডিভিশনের তরফে মাস চারেক আগে লেভেল ক্রসিংটি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়। বর্ষার আগেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও কাজ শুরুই হয়নি, আক্ষেপ বাসিন্দাদের। মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টির জলে ভরে রয়েছে লেভেল ক্রসিংয়ের জায়গা। সেখানে রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে। বছর কয়েক আগে রেল স্লিপার দিয়ে সংস্কারের কাজ করেছিল। বৃষ্টির জলে স্লিপারগুলি সরে গিয়ে কার্যত মরণফাঁদ হয়ে উঠেছে পুরো রাস্তা। জেমারির বাসিন্দা মহম্মদ ইরশাদ আলমের কথায়, ‘‘সন্ধ্যায় কাজে যাওয়ার পথে মোটরবাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। রাস্তা সংস্কার
করা জরুরি।’’

এই লেভেল ক্রসিংয়ে নিত্য দুর্ঘটনা ঘটছে বলে অভিয়োগ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য মহম্মদ আরমানের। তিনি বলেন, ‘‘রেল কর্তৃপক্ষকে আমরা দ্রুত ক্রসিং মেরামতের আবেদন জানিয়েছি। কিন্তু রেল উদ্যোগী হচ্ছে না। ফলে, মানুষ দুর্ভোগে পড়ছেন।’’ জায়গাটি রেলের নিয়ন্ত্রণাধীন, তাই ব্লক প্রশাসনের কিছু করার নেই জানিয়ে বিডিও (সালানপুর) দেবাঞ্জন বিশ্বাস বলেন, ‘‘বাসিন্দারা সমস্যা জানালে রেলকে উদ্যোগী হওয়ার অনুরোধ করতে পারি।’’

বাসিন্দাদের নিয়ে লেভেল ক্রসিং মেরামতের দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিংহের। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের দাবি, ‘‘ক্রসিং মেরামতের জন্য বছরখানেক আগে রেলকে অনুরোধ করেও লাভ হয়নি। এ বার পথে নেমে আন্দোলন হবে।’’

‘অমৃত ভারত’ প্রকল্পে যেখানে নানা লেভেল ক্রসিং তুলে ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত হয়েছে, সেখানে এই লেভেল ক্রসিং নিয়ে পদক্ষেপ হচ্ছে না কেন? রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি শুধু বলেন, ‘‘রেল প্রয়োজনীয় পদক্ষেপ করছে।’’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিভিশনের এক অফিসারের দাবি, লেভেল ক্রসিং সংস্কারের জন্য একাধিক বার টেন্ডার ডাকা হয়েছে। কিন্তু কোনও ঠিকা সংস্থা এই কাজ করতে আগ্রহী নয়।

কোনও সংস্থা রাজি না হলে কি এ ভাবেই মরণফাঁদ হয়ে থাকবে ক্রসিং? প্রশ্ন বাসিন্দাদের।

Advertisement
আরও পড়ুন