—প্রতীকী চিত্র।
দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বেসরকারি বাস। পূর্ব বর্ধমানের মেমারিতে ঘটনাটি ঘটেছে। বুধবার বিকেলে মেমারির সাতগাছিয়ার কাছে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন জখম হন।
স্থানীয় সূত্রে খবর, টোটোর সঙ্গে ধাক্কার পরেই গাছে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তাঁদের মধ্যে ১০ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় বাসিন্দা রাজীব দাস, মফিজুল শেখরা জানান, মালডাঙার দিক থেকে আসা বাসটি মেমারির দিকে যাওয়ার সময় সাতগাছিয়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোতে ধাক্কা মারে। এর পর রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে সেটি। টোটোচালক-সহ বাসে থাকা জনা তিরিশ যাত্রীকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১০ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।