Ashok Ghosh

ইউটিইউসি-র সাধারণ সম্পাদক ফের অশোক

তামিলনাড়ুর সালেমে ১ ও ২ সেপ্টেম্বর সর্বভারতীয় সম্মেলন ছিল আরএসপি-র শ্রমিক সংগঠনের। সেখান থেকেই সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অশোক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫২
ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ।

ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ। —ফাইল ছবি।

শ্রমিক সংগঠন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচিত হলেন অশোক ঘোষ। তামিলনাড়ুর সালেমে ১ ও ২ সেপ্টেম্বর সর্বভারতীয় সম্মেলন ছিল আরএসপি-র শ্রমিক সংগঠনের। সেখান থেকেই সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অশোক। সর্বভারতীয় সভাপতি হয়েছেন কেরলের প্রাক্তন বিধায়ক এ এ আজিজ। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পশ্রমিক-সহ অসংগঠিত ক্ষেত্রের চারশোর বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন। জাতীয় ন্যূনতম বেতন নিশ্চিত করা এবং মহিলাদের রাতের কাজে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি তোলা হয়েছে সম্মেলন থেকে। ভারতীয় শ্রম সম্মেলনের আহ্বান, লেবার কোড বাতিল, ত্রিপাক্ষিক কমিটির বৈঠক, মূল্যবৃদ্ধি রোধ, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সংবিধান রক্ষা-সহ এক গুচ্ছ দাবিতেও প্রস্তাব গৃহীত হয়েছে।

Advertisement
আরও পড়ুন
Advertisement