Auto App

এ বার অ্যাপেই মিলবে অটো, পরীক্ষামূলক ভাবে নিউ টাউনে পরিষেবা শুরু করতে আগ্রহী পরিবহণ দফতর

বর্তমানে নির্দিষ্ট রুটে যে অটো পরিষেবা চলছে, তাতে কোনও পরিবর্তন আনা হবে না। বরং, নতুন এই পরিষেবা বাড়তি সুবিধা হিসাবে দেখা দেবে শহরবাসীর জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৫:১৯
auto

—প্রতীকী ছবি।

ক্যাব পরিষেবার ধাঁচে এ বার অ্যাপের মাধ্যমেই মিলবে অটো পরিষেবা। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে নিউ টাউনে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে অ্যাপ-ভিত্তিক অটো পরিষেবা। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হবে। সফল হলে কলকাতা ও শহরতলি জুড়ে ছড়িয়ে পড়বে এই প্রকল্প। পরিবহণ দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এটি সম্পূর্ণ রূপে একটি অতিরিক্ত (অ্যাড অন) পরিষেবা। বর্তমানে নির্দিষ্ট রুটে যে অটো পরিষেবা চলছে, তাতে কোনও পরিবর্তন আনা হবে না। বরং, নতুন এই পরিষেবা বাড়তি সুবিধা হিসাবে দেখা দেবে শহরবাসীর জন্য। গত মার্চ মাসে পরিবহণ দফতরের আধিকারিক ও অটো ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে এই প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, অটো ইউনিয়নের তরফেও এই প্রকল্পের প্রতি আগ্রহ দেখানো হয়েছে।

Advertisement

নতুন অ্যাপ-ভিত্তিক পরিষেবার কিছু বিশেষ দিকও থাকছে। সাধারণত অটোতে ৪ থেকে ৫ জন যাত্রী যাতায়াত করতে পারেন। তবে অ্যাপ অটো পরিষেবায় তিন জনের বেশি যাত্রী নেওয়ার অনুমতি থাকবে না। পাশাপাশি রুট নির্ধারিত না হলেও, নির্দিষ্ট এলাকায় অ্যাপ মারফত বুকিং করেই অটো পাওয়া যাবে, যার ফলে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছোতে পারবেন। নিউ টাউনকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, “কলকাতার তুলনায় নিউ টাউনে যানজট অনেকটাই কম। সেই সঙ্গে এখানে নির্দিষ্ট রুটের অটোর সংখ্যাও কম। তাই একটি নিয়ন্ত্রিত পরিবেশে নতুন পরিষেবার কার্যকারিতা পরীক্ষা করার আদর্শ জায়গা এটি।” সব ঠিক থাকলে অচিরেই রাজ্যের শহরাঞ্চলে আরও আধুনিক এবং সুবিধাজনক অটো পরিষেবার দ্বার খুলতে চলেছে এই প্রকল্প।

Advertisement
আরও পড়ুন