Calcutta High Court

বাড়ি থেকে বিতাড়িত, বিচার চেয়ে হাই কোর্টে হাজির বৃদ্ধা

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবগণনম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওই বৃদ্ধা। ঘটনা জানান প্রধান বিচারপতিকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৭:৪৬
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

Advertisement

মৃত বাবার সরকারি চাকরি নিয়ে মাকে বিতাড়িত করেছে ছেলে। এই অভিযোগে কলকাতা হাই কোর্টে সশরীর হাজির হয়ে বিচারের আর্জি জানালেন এক বৃদ্ধা।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবগণনম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওই বৃদ্ধা। ঘটনা জানান প্রধান বিচারপতিকে। বৃদ্ধার অভিযোগ শুনে ডিভিশন বেঞ্চ জানতে চায়, তিনি কোনও মামলা করেছেন কি না বা তাঁর কোনও আইনজীবী আছেন কি না? বৃদ্ধা জানান যে তাঁর কোনও আইনজীবী নেই। তিনি এখনও মামলা করতে পারেননি।

বৃদ্ধার বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি হাইকোর্টের আইনি সহায়তার (লিগাল এড সার্ভিস) তরফে ওই বৃদ্ধাকে আইনজীবী দেওয়ার নির্দেশ দেন। বৃদ্ধার অভিযোগ, গত ১৩ দিন ধরে বাড়ি ছাড়া তিনি। ছেলে কার্যত তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মারধর করাও হয়েছে।

প্রসঙ্গত, অতীতেও বিভিন্ন প্রবীণ নাগরিক এবং নিপীড়িত বাবা মায়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে হাই কোর্টকে। বহু ক্ষেত্রে অভিযুক্ত সন্তান আদালতে ক্ষমা চেয়ে নিস্তার পেয়েছেন। কখনও কখনও শাস্তির মুখেও পড়েছেন। আইনজীবী মহলের খবর, সম্প্রতি একটি মামলায় বাবার ব্যবসা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। মামলা শুনে ছেলেকে ব্যবসার অধিকার থেকে সরিয়ে দিয়েছে আদালত।

Advertisement
আরও পড়ুন