Bus Accident

বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা বাসের, আহত একাধিক

মঙ্গলবার সকালে বিদ্যাসাগর সেতু থেকে নামার মুখে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রেসকোর্সের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারে ধুলাগড় থেকে নিউ টাউনগামী একটি বেসরকারি বাস।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৭
দুর্ঘটনার দৃশ্য।

দুর্ঘটনার দৃশ্য। ছবি: সংগৃহীত।

আবার বাস দুর্ঘটনা! এ বার দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল বাস। মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন। বাসচালককেও গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার সকালে বিদ্যাসাগর সেতু থেকে নামার মুখে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রেসকোর্সের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারে ধুলাগড় থেকে নিউ টাউনগামী একটি বেসরকারি বাস। প্রথমে একটি গাড়ি এবং পরে একটি ছোট মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সব শেষে রেলিং ভেঙে ফুটপাথে উঠে যায় বাসের চাকা। তবে সংঘর্ষের অভিঘাতে মালবাহী গাড়িটি উল্টে যায়। সকাল সকাল এই দুর্ঘটনার জেরে বিদ্যাসাগর সেতুতে বেশ কিছু ক্ষণের জন্য ব্যাহত হয় যানবাহন চলাচল। বাসের ধাক্কায় জখম হয়েছেন গাড়িতে থাকা যাত্রীরাও। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ওই বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে বাসটিকেও। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন