Darjeeling Zoo

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, হায়দরাবাদ থেকে এল সাদা রয়্যাল বেঙ্গল এবং সোনালি শিয়াল

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি। হায়দরাবাদের নেহরু জুয়োলজিক্যাল পার্ক থেকে এক জোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার এবং এক জোড়া গোল্ডেন জ্যাকেল বা সোনালি শিয়াল দার্জিলিং চিড়িয়াখানায় আনা হয়েছে বলে জানালেন রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:০০
দার্জিলিং চিড়িয়াখানায় সাদা রয়্যাল বেঙ্গল টাইগার।

দার্জিলিং চিড়িয়াখানায় সাদা রয়্যাল বেঙ্গল টাইগার। —নিজস্ব চিত্র।

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি। হায়দরাবাদের নেহরু জুয়োলজিক্যাল পার্ক থেকে এক জোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার এবং এক জোড়া গোল্ডেন জ্যাকেল বা সোনালি শিয়াল দার্জিলিং চিড়িয়াখানায় আনা হয়েছে বলে জানালেন রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা।

Advertisement

মন্ত্রী বলেন, ‘‘দার্জিলিং চিড়িয়াখানায় এক জোড়া সাদা বাঘ এবং এক জোড়া সোনালি শিয়াল হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে আনা হয়েছে। পরিবর্তে দার্জিলিং চিড়িয়াখানা থেকে এক জোড়া বেঙ্গল টাইগার এবং এক জোড়া করে গোল্ডেন ফেজেন্ট, সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট , চির ফেজেন্ট পাঠানো হয়েছে হায়দরাবাদ চিড়িয়াখানায়।’’

দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সেখানে সাইবেরিয়ান টাইগার আগে থেকেই ছিল। এ বার সাদা রয়্যাল বেঙ্গল টাইগারও এল। দেশের মধ্যে আর কোনও চিড়িয়াখানায় এমন বৈচিত্র নেই। রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, ‘‘নতুন বছরের আগে পর্যটকদের জন্য এই উপহার। হায়দরাবাদ থেকে ওই প্রাণীদের সড়কপথে আনা হয়েছে। আপাতত তাদের নাইট শেল্টারে বিশ্রামের জন্য রাখা হবে। নতুন বছরের শুরু থেকে পর্যটকেরা নতুন অতিথিদের দেখতে পারবেন।’’

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, ‘‘দেশের মধ্যে প্রথম দার্জিলিং চিড়িয়াখানাতেই সাদা বাঘ ও সাইবেরিয়ান টাইগার রয়েছে। কিছু দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের রাখা হবে। চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর তাদের পর্যটকদের সামনে আনা হবে।’’

আরও পড়ুন
Advertisement