Child body found

হাত বাঁধা, মাথায় ক্ষত! ঝোপঝাড় থেকে উদ্ধার শিশুর অর্ধদগ্ধ দেহ, খুন বলে দাবি পরিবারের

হাত বাঁধা। মাথায় ক্ষত। শরীরও অর্ধদগ্ধ। এই অবস্থায় বছর চারেকের এক শিশুর দেহ উদ্ধার হল হাওড়ার ডোমজুড়ে। পরিবারের দাবি, শিশুটিকে খুন করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:৫০
বছর চারেকের এক শিশুর দেহ উদ্ধার হল হাওড়ার ডোমজুড়ে।

বছর চারেকের এক শিশুর দেহ উদ্ধার হল হাওড়ার ডোমজুড়ে। —প্রতীকী চিত্র।

হাত বাঁধা। মাথায় ক্ষত। শরীরও অর্ধদগ্ধ। এই অবস্থায় বছর চারেকের এক শিশুর দেহ উদ্ধার হল হাওড়ার ডোমজুড়ে। পরিবারের দাবি, শিশুটিকে খুন করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আয়ুষ শেখ নামে ওই শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। এর পর দুপুর সাড়ে ১২টা নাগাদ এলাকার একটি ঝোপঝাড় থেকে শিশুটির দেহ মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিশ আধিকারিকেরা। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে তারা এলাকার সিটিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। একটি ফুটেজে ওই শিশুকে হেঁটে যেতে দেখা গিয়েছে। কিন্তু কে বা কারা শিশুটিকে খুন করেছেন, তা জানা যায়নি। খুনের নেপথ্য-কারণও স্পষ্ট নয়। এলাকায় পুলিশ কুকুর এনেও তল্লাশি চালানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন