Kalyani

রেলসেতুতে দম্পতির উপর হামলা, পরে স্বামীর সামনে ‘গণধর্ষণ’ স্ত্রীকে! কল্যাণীতে গ্রেফতার আট অভিযুক্ত

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার কল্যাণীতে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার আট জন। পুলিশ জানিয়েছে, ‘নির্যাতিতা’র মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৬:৩৩

—প্রতীকী চিত্র।

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার কল্যাণীতে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার আট জন। পুলিশ জানিয়েছে, ‘নির্যাতিতা’র মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে তদন্তে। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার (সদর) সিদ্ধার্থ ধাপোলা বলেন, ‘‘তদন্তের শুরুতেই আট জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।’’

Advertisement

‘নির্যাতিতা’র স্বামী পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, তিনি জানিয়েছেন, বুধবার ভোটে স্বামী-স্ত্রী দু’জনে কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতু দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কয়েক জন তাঁদের উপর হামলা চালান। মহিলাকে টেনেহিঁচড়ে সেতুর নীচে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তাঁরা। এর পরেই স্বামী-স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর প্রথমে চার জন এবং পরে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবারই ঘটনাস্থলে তিন জন ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। সেখান থেকে ভাঙা কাচের চুড়ি, টিফিন বাক্স মিলেছে।

ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ বলেন, ‘‘একটা গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশি তদন্তের সঙ্গে রিপোর্ট যুক্ত হবে।’’

আরও পড়ুন
Advertisement