Three bodies found

স্বামী, স্ত্রী এবং সাত বছরের মেয়ের রহস্যমৃত্যু হেমতাবাদে! খুনের অভিযোগ আত্মীয়দের বিরুদ্ধে

রবিবার বিকেলে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের কেশবপুরে এক দম্পতি ও তাঁদের সাত বছরের কন্যাসন্তানের দেহ ঘরে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। পরে ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হেমতাবাদ শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:৫০

—প্রতীকী চিত্র।

একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরে। রবিবার বিকেলে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের কেশবপুরে এক দম্পতি ও তাঁদের সাত বছরের কন্যাসন্তানের দেহ ঘরে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। পরে ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদের নাম কুতুবউদ্দিন আলি (৩৫), মেহেরুন পারভিন (৩০) এবং মাহি নিহার (৭)।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বাহিন মোড়ের একটি জমি নিয়ে কুতুবউদ্দিনের বাড়িতে অনেক দিন ধরেই বিবাদ চলছিল। সম্প্রতি ওই জমিতে একটি ঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কুতুবউদ্দিন এবং তাঁর স্ত্রী। তা নিয়ে দুই বোনের সঙ্গে বিবাদ চরমে ওঠে। সেই বিবাদের জেরেই খুন বলে বলে মনে করছে পারভিনের পরিবার। তারা কুতুবউদ্দিনের পরিবারের লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে খবর, কুতুবউদ্দিনের বাবাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট যত ক্ষণ না আসবে, সঠিক বিচার যত ক্ষণ না হচ্ছে, তত ক্ষণ আমরা মৃতদেহগুলি মর্গ থেকে গ্রহণ করব না। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।’’

আরও পড়ুন
Advertisement