Birbhum

দাম্পত্যকলহে অতিষ্ঠ বন্ধু, সমাধানের নামে তাঁর স্ত্রীকে ‘গণধর্ষণ’! তিন সহকর্মী গ্রেফতার তারাপীঠে

দাম্পত্যকলহে অতিষ্ঠ বন্ধু। স্ত্রী-ও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। দম্পতির মধ্যে সমস্যার সমাধান করার নামে বধূকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর স্বামীর তিন সহকর্মীর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:৪৯
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দাম্পত্যকলহে অতিষ্ঠ বন্ধু। স্ত্রী-ও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। দম্পতির মধ্যে সমস্যার সমাধান করার নামে বধূকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর স্বামীর তিন সহকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা’। তাঁর স্বামীর অভিযোগ, লক্ষ্মীপুজোর দিন স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। সেই কারণে মায়ের সঙ্গে তারাপীঠ চলে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তাঁদের মধ্যে মনোমালিন্যের সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই তিন সহকর্মী। গত বুধবার তাঁরা তারাপীঠেও যান। সেখানে বধূকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। ‘নির্যাতিতা’র স্বামীর আরও অভিযোগ, ধর্ষণের ভিডিয়োও করেছিলেন তাঁরা। হুমকি দিয়েছিলেন, মুখ খুললে ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে।

‘নির্যাতিতা’র স্বামী প্রথমে মল্লারপুর থানায় মৌখিক ভাবে ঘটনাটি জানান। কিন্তু ঘটনাস্থল তারাপীঠ হওয়ায় তাঁকে সেখানেই অভিযোগ জানাতে বলা হয়। সেই মতো মঙ্গলবার রাতে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন