BJP

বিজেপির জেলা সভাপতির নাম ঘোষণা কবে, তুঙ্গে জল্পনা

বিজেপির একটি সূত্রের খবর, দলের একাংশ চান দেবদাসকে ওই পদ থেকে সরানো হোক।

সীমান্ত মৈত্র  
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৯:৩৭
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

রাজ্যে বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৯টি ক্ষেত্রে জেলা সভাপতির নাম ঘোষণা হয়ে গিয়েছে। তার মধ্যে রবিবারই ছ’জনের নাম ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। আর বনগাঁ-সহ চারটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বাকি। ফলে, বনগাঁয় নতুন কাকে ওই পদে আনা হবে, নাকি বর্তমানে ওই দায়িত্বে থাকা দেবদাস মণ্ডলকেই রেখে দেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের কর্মীদের অন্দরে। নাম ঘোষণায় বিলম্বের কারণে তাঁরা কিছুটা বিভ্রান্তও।

বিজেপির একটি সূত্রের খবর, দলের একাংশ চান দেবদাসকে ওই পদ থেকে সরানো হোক। সম্প্রতি গোপালনগরের পাল্লায় বিজেপির বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে এই সাংগঠনিক জেলার কয়েক জন দলীয় বিধায়ক একান্ত বৈঠকে দেবদাসকে পদ থেকে সরানোর বিষয়ে সহমত হয়েছিল। নতুন জেলা সসভাপতি পদের জন্য কিছু নাম নিয়ে আলোচনাও চলছে। বনগাঁর দলীয় সাংসদ শান্তনু ঠাকুর অবশ্য চান, দেবদাসকেই ওই পদে রাখা হোক। এই জটিলতায় বনগাঁয় জেলা সভাপতির নাম ঘোষণা হতে দেরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। দেবদাস ‘শান্তনু-ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।

দেবদাস নিজেও জেলা সভাপতি পদে থাকা নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘‘এ সপ্তাহের মধ্যেই বনগাঁ সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা হয়ে যাওয়ার কথা।’’ শান্তনু বলেন, ‘‘বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির নাম কবে ঘোষণা হবে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে, এখানে সভাপতি ভাল কাজ করছেন। লোকসভা ভোটে আমাদের ভাল ফল হয়েছে। এমনটা নয় যে এখানে সভাপতি পরিবর্তন বাধ্যতামূলক।’’

বিজেপির বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার বলেন, ‘‘তাড়াতাড়ি সভাপতির নাম ঘোষণা হবে। আগে বনগাঁয় বিজেপি সাংগঠনিক ভাবে যতটা শক্তিশালী ছিল, সেই ভীত এখন নড়ে গিয়েছে। তবে, আশা করছি নতুন সভাপতি হলে বিধানসভা ভোটের আগে সংগঠন আবার শক্তিশালী হবে।’’ দলীয় আর এক বিধায়কের কথায়, ‘‘সামনে বিধানসভা ভোট। সভাপতি নির্বাচনে আমাদের মতামতের গুরুত্ব নিশ্চয়ই দেওয়া হবে।’’

দলের অন্দরে এই দ্বন্দ্বের জেরে সাধারণ বিজেপি কর্মীদের একাংশ কার্যত নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছেন। বিজেপি সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি নির্বাচনের আগেই ওই চার জেলার সভাপতি নির্বাচন সেরে ফেলা হতে পারে। দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে থাকা এক নেতার কথায়, ‘‘সভাপতির নাম ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। ঘোষণা হয়ে গেলেই আমরা আবারও রাজনৈতিক কার্যকলাপ বাড়িয়ে দেব।’’

আরও পড়ুন