Illegal firecracker

বেআইনি বাজির কারবার তৈরি রুখতে ড্রোনে নজরদারি বারুইপুরে

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেআইনি বাজির কারবার বন্ধ করতে তৎপর বারুইপুর থানার পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বারুইপুর শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৩

—নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেআইনি বাজির কারবার বন্ধ করতে তৎপর বারুইপুর থানার পুলিশ। দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হাড়াল বাজি তৈরির অন্যতম স্থান। কিন্তু বিগত বেশ কিছু দিন ধরেই প্রশাসনের নির্দেশে এই এলাকায় বাজি তৈরি বন্ধ রয়েছে। প্রশাসন বন্ধ করার নির্দেশ দিলেও নজর এড়িয়ে এখনও এলাকায় বাজি তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। আর সেই কারণেই এ বার ড্রোন ক্যামেরা উড়িয়ে সেই বাজির কারবারের খোঁজ চালাল বারুইপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে এই তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস এবং বারুইপুরের আইসি সৌম্যজিৎ রায়।

Advertisement

গত মঙ্গলবারও এই হাড়ালে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। উদ্ধার হয়েছিল প্রচুর বেআইনি শব্দবাজি। সেই ঘটনার পর শুক্রবার আবারও তল্লাশি অভিযান চালানো হল পুলিশের তরফে। এই অভিযানে বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তরফে ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশির পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হয়। যাতে কোনও ভাবেই কেউ বেআইনি বাজি কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। খালি চোখে যেখানে পুলিশের পক্ষে তল্লাশি করা সম্ভব নয়, সেখানে এই ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন
Advertisement