Suicide

Suicide: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, বনগাঁয় আত্মঘাতী ছাত্রী, প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ

রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সুরজের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যেরা। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৫:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে একাধিক বার সহবাসের অভিযোগ উঠল তাঁর ‘প্রেমিক’-এর বিরুদ্ধে। শেষ পর্যন্ত ওই প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় অপমানে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা প্রথম বর্ষের ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এর পর আত্মঘাতী ছাত্রীর পরিজনেরা ওই ‘প্রেমিক’ যুবকের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। রবিবার রাতের ওই ঘটনার জেরে বনগাঁর ছয়ঘরিয়া ফুলতলা এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি ছয়ঘরিয়ায়। তিনি বনগাঁ দীনবন্ধু কলেজের ছাত্রী ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল ছয়ঘরিয়ারই ফুলতলা এলাকার যুবক সুরজ বিশ্বাসের। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ওই ছাত্রীর সঙ্গে সহবাস করেন সুজয়। কিন্তু শেষ পর্যন্ত ছাত্রীকে বিয়ে করতে রাজি হননি তিনি। অপমানিত ওই ছাত্রীর শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর মা কর্মসূত্রে নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। সেখানেই আত্মহত্যা করেন ওই ছাত্রী। তার আগে নেটমাধ্যমে ছবিও পোস্ট করেন তিনি।

Advertisement

রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সুরজের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যেরা। ঘটনার জেরে ছয়ঘরিয়া ফুলতলা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ রাতেই পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশ জানিয়েছে, সুরজের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন
Advertisement