Arrest

সোদপুরে গুলিকাণ্ডে ধৃত নদিয়ার অস্ত্র ব্যবসায়ী

দশমীর বিকেলে সোদপুর নন্দনকানন এলাকায় এক যুবকে গুলি করার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নামে খড়দহ থানা পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
খড়দহ শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ ২৩:৪০

—প্রতীকী ছবি।

উত্তর ২৪ পরগনার সোদপুরে যুবককে গুলিকাণ্ডে গ্রেফতার নদিয়ার অস্ত্র ব্যবসায়ী। ধৃতের নাম বরুণ দাস। তাঁকে রানাঘাট থেকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে শুক্রবার ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়।

Advertisement

দশমীর বিকেলে সোদপুর নন্দনকানন এলাকায় এক যুবকে গুলি করার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নামে খড়দহ থানা পুলিশ। গ্রেফতারও করা হয় তিন জনকে। পুলিশ সূত্রে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এর পরেই নদিয়ার রানাঘাটের আড়ংঘাটা থেকে বরুণকে গ্রেফতার করা হয়। বরুণ সেখানকার অস্ত্র ব্যবসায়ী। তদন্তকারীদের দাবি, তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে অস্ত্র সরবরাহ করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় খড়দহ থানার পুলিশ। সেই অভিযানে গ্রেফতার হন বরুণ। তাঁর থেকে দু’টি অস্ত্র ও গুলি মিলেছে।

আরও পড়ুন
Advertisement