Madhyamgram

পুলিশের উপর চড়াও মত্ত যুবকদের বাহিনী, বাধা দিতে গিয়ে মধ্যমগ্রামে রক্তাক্ত যুবক

পুলিশ ও স্থানীয়দের দাবি, হুডখোলা গাড়িতে করে বেশ কয়েক জন যুবক মদ্যপান করতে করতে যশোর রোড দিয়ে যাচ্ছিলেন। ওই এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ একাধিক জায়গায় তাঁদেরকে সাবধান করলেও কোনও ভ্রূক্ষেপ করেননি ওই ২০-২৫ জন মত্ত যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০২:২৩
দীর্ঘ প্রচেষ্টার পরে পুলিশ মত্ত যুবকদের আটক করে।

দীর্ঘ প্রচেষ্টার পরে পুলিশ মত্ত যুবকদের আটক করে। —নিজস্ব চিত্র।

বছরের প্রথম রাতে মত্ত যুবকদের সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। একদল মত্ত যুবক পুলিশের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় এক যুবক। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পরে পুলিশ মত্ত ওই যুবকদের আটক করে।

Advertisement

পুলিশ ও স্থানীয়দের দাবি, হুডখোলা গাড়িতে করে বেশ কয়েক জন যুবক মদ্যপান করতে করতে যশোর রোড দিয়ে যাচ্ছিলেন। ওই এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ একাধিক জায়গায় তাঁদেরকে সাবধান করলেও কোনও ভ্রূক্ষেপ করেননি ওই যুবকেরা। অভিযোগ, মধ্যমগ্রাম চৌমাথায় এক ট্রাফিক পুলিশকর্মী তাঁদের গাড়ি দাঁড় করালে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন মত্ত যুবকেরা। সেই সঙ্গে গালিগালাজ করতে থাকেন। এর পর তাঁদেরকে আটক করা হলে ওই পুলিশকর্মীকে ধাক্কাধাক্কিও করা হয় বলে অভিযোগ।

পুলিশকে মারধর করার সময়ে ওই যুবকদের বাধা দিতে এগিয়ে আসেন স্থানীয়রাও। সেই সময় স্থানীয় যুবক জয় সর্দারের উপর চড়াও হন অভিযুক্তেরা। মত্ত বাহিনীর হাতে আক্রান্ত হন জয়। তাঁর আঙুলে চোট লাগে। রক্তাক্ত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। গাড়ি-সহ মত্ত যুবকদের আটক করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন