Lok Sabha Election 2024

এড়ানো গেল না অশান্তি, ব্যারাকপুরে ‘মারধর’ বিজেপি কর্মীকে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণ নামে ওই বিজেপি কর্মী এ দিন পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ে ছ’নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি কেকা মুখোপাধ্যায়ের স্বামী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বচসা বাধে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ০৬:৫৫

—প্রতীকী চিত্র।

লোকসভা নির্বাচনের প্রচারে ব্যারাকপুরে তৃণমূল ও বিজেপি, দুই দলের প্রার্থীই দিনভর ঘুরছেন পথে পথে। গোড়া থেকেই দলীয় সমর্থকদের প্রতি দু’জনের বার্তা ছিল, প্রচারকেন্দ্রিক অশান্তি করা চলবে না। কেউ কারও দেওয়াল মুছবেন না, ফ্লেক্স ছিঁড়বেন না কিংবা মারামারি করবেন না।

Advertisement

কিন্তু রবিবার দেখা গেল সেই বার্তার ব্যতিক্রম। নির্বাচন কমিশনের কাছে অভিযোগে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ জানালেন, ভোটের আগে সন্ত্রাসকে হাতিয়ার করেছে তৃণমূল। ব্যারাকপুর পুরসভার ছ’নম্বর ওয়ার্ডে ধনিয়াপাড়ায় বিজেপি কর্মী কিরণ দে-কে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ করলেন তিনি। নিগৃহীত বিজেপি কর্মী টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণ নামে ওই বিজেপি কর্মী এ দিন পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ে ছ’নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি কেকা মুখোপাধ্যায়ের স্বামী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, সুব্রত কিরণকে বলেন, ‘‘স্বাস্থ্যসাথী পান, কন্যাশ্রী পান, লক্ষ্মীর ভান্ডার পান। তৃণমূলের সব সুবিধা নিয়ে তার পরেও বিজেপি করছেন?’’ কিরণের অভিযোগ, ‘‘ওই কথা বলার পরেই কাউন্সিলরের স্বামী আমাকে মারতে শুরু করেন।’’ ঘটনার খবর পেয়ে ধনিয়াপাড়ায় যান অর্জুন। তিনি বলেন, ‘‘এটা কাম্য ছিল না। ভোট-বাক্সে সকলে নিজের মত জানাবেন। তার মধ্যে মারধর কেন?’’ অন্য দিকে, তৃণমূল নেতা সুব্রত বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। অপপ্রচার করে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি।’’

এর পাশাপাশি, ফ্লেক্স ছেঁড়া নিয়ে তৃণমূল ও বিজেপির তরজাও প্রকাশ্যে এসেছে। ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে সম্প্রতি জগদ্দলের গোলঘর রবীন্দ্রপল্লিতে একাধিক ফ্লেক্স লাগানো হয়েছিল। অভিযোগ, রাতে পাঁচ-ছ’টি ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। রবিবার বিষয়টি নজরে আসে স্থানীয় বিজেপি সমর্থকদের। তাঁদের এক জন রাজু শ্রীবাস্তব বলেন, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ সব করেছে। নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ জানিয়েছি।’’

অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, ‘‘ঝড়বৃষ্টি হয়েছে ভোর থেকে। আমাদের কত ব্যানার, ফ্লেক্স ছিঁড়েছে। কই, আমাদের তো সন্ত্রাসের কথা মনে হয়নি।’’

আরও পড়ুন
Advertisement