— প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পথ দুর্ঘটনা। গুরুতর জখম দুই মহিলা-সহ মোট ন’জন।
সোমবার বিকেলে জয়নগর থেকে একটি যাত্রাবাহী ট্রেকার জামতলা বাজারের দিকে আসছিল ৷ আসার সময় ননী হালদারের মোড়ে গাড়িচালকের অসতর্কতার জেরে ট্রেকার সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটি তালগাছে ৷ এতে গুরুতর জখম হন গাড়িতে থাকা যাত্রীরা। স্থানীয়েরাই আহতদের উদ্ধার করে কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ।
সূত্রের খবর, আহত ন’জনের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ দু’জন কুলতলি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আহত সকলেই কুলতলি এলাকার বাসিন্দা।
আহত যাত্রীরা জানিয়েছেন, চলন্ত গাড়িতেই ভাড়া সংগ্রহ করছিলেন ট্রেকার চালক ৷ তার জেরেই অন্যমনস্ক হয়ে এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় আহত হয়েছেন গাড়িচালকও ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷