BJP MLAs to visit Delhi

দিল্লির দরবারে ১০ পদ্মবিধায়ক, উত্তরবঙ্গ নিয়ে কথা বলবেন ১৬টি মন্ত্রকে! ‘গিমিক’, কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিল্লিতে দরবারে এ রাজ্যের বিজেপি বিধায়কেরা। রবিবার উত্তরবঙ্গের ১০ জন বিজেপি বিধায়ক রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৭:২৫
বিমানবন্দরে শঙ্কর ঘোষ।

বিমানবন্দরে শঙ্কর ঘোষ। —নিজস্ব চিত্র।

উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিল্লিতে দরবারে এ রাজ্যের বিজেপি বিধায়কেরা। রবিবার উত্তরবঙ্গের ১০ জন বিজেপি বিধায়ক রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁদের মধ্যে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও রয়েছেন। দলীয় সূত্রে খবর, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কথা বলতে দিল্লিতে ১৬টি মন্ত্রকে যাবেন তাঁরা। শাসকদল তৃণমূল অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। উত্তরবঙ্গের তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিজেপি বিধায়কদের এই দিল্লিযাত্রাকে ‘রাজনৈতিক গিমিক’ বলে কটাক্ষ করেছেন।

Advertisement

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তা নজরে রেখে গত বারের মতো এ বারেও উত্তরবঙ্গে ভাল ফল করতে দল যে প্রস্তুতি নিতে শুরু করেছে, এই দিল্লিযাত্রা তারই অঙ্গ বলে খবর বিজেপি সূত্রে। শঙ্কর ছাড়া রবিবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ , ফাঁসিদেওয়ার দুর্গা মুর্মু, ডাবগ্রাম-ফুলবাড়ির শিখা চট্টোপাধ্যায়, কালচিনির বিশাল লামা, মাথাভাঙার সুশীল বর্মণ, তুফানগঞ্জের মালতি রাভা রায়, ময়নাগুড়ির কৌশিক রায়, গাজলের চিন্ময় দেব, নাগরাকাটার পুনব হেঙরা। এঁদের মধ্যে বিমানে দিল্লি যাচ্ছেন শঙ্কর এবং বিশাল। বাকিরা ট্রেনে।

শঙ্কর বলেন, ‘‘উত্তরবঙ্গের রাস্তা, রেল, বিমানবন্দরের উন্নয়নে অনেক সহযোগিতা করেছে কেন্দ্রীয় সরকার। এ বার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এমসের মতো হাসপাতালের প্রয়োজন রয়েছে। এ সব নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা নতুন উত্তরবঙ্গ গড়ে তুলবই আমরা।’’

পাল্টা গৌতম বলেন, ‘‘গত ১০ বছরে কোনও কাজ করেনি উত্তরবঙ্গে। এ বার শূন্যহাতে ফিরবে। রাজনৈতিক গিমিক ছাড়া কিছু নয়। আর কয়েকটা মাস বাকি নির্বাচনের। তাই বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।’’

Advertisement
আরও পড়ুন