ছবি: সংগৃহীত।
আমি ঠিক বেঁচে যাব, চিন্তা কোরো না। মৃত্যুর ঠিক আগেই ঠাকুমাকে বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। পাহাড়ের টানে বাড়ি ছেড়ে সুইডেনে গিয়ে বরফে জমে মৃত্যু হল ২২ বছরের তরুণ ইউটিউবারের। তরুণ ওই ইউটিউবারের নাম স্টর্ম ডি বেউল। গত ৩০ অক্টোবর সুইডেনের ল্যাপল্যান্ডে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বছরের বেশির ভাগ সময়ই দূরের জোককমোক অঞ্চলে একাকী সময় কাটাতেন স্টর্ম। গত মাসে ল্যাপল্যান্ডে ভয়ঙ্কর তুষারঝড়ের মুখে পড়ে মৃত্যু হয় তাঁর।
সংবাদমাধ্যম ডেইলি মেল-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগের রাতে শেষ বার্তা ঠাকুমাকেই পাঠিয়েছিলেন স্টর্ম। তিনি লেখেন, “এখানে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। কিন্তু চিন্তা করতে হবে না। তুমিও জানো যে আমি ঠিক বেঁচে যাব।’’
মৃত্যুর আগে প্রিয় বন্ধুকেও ভিডিয়ো পাঠিয়েছিলেন মৃত ইউটিউবার। কী ভাবে তুষারের কারণে তাঁর চলতে অসুবিধা হচ্ছে তা-ও জানিয়েছিলেন। ভিডিয়োতে দেখা গিয়েছিল, ভয়ঙ্কর তুষারঝড়ের মুখে পড়েছেন তরুণ। ঝড়ের ঝাপটায় তাঁবু নড়বড় করছে। আর তার ভিতর বসে ঠকঠক করে কাঁপছেন স্টর্ম। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আজ রাতে আবহাওয়া আরও খারাপ হতে চলেছে। হা ঈশ্বর!’’ এর পর ৩০ অক্টোবর স্টর্মের তুষারাবৃত মৃতদেহ উদ্ধার হয়।
স্টর্মের বাবা সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘ও এ রকমই ছিল। আমার মনে হয় না আমি ওকে কখনও ভয় পেতে দেখেছি।’’ যদিও তুষারঝড়ের সময় স্টর্ম কেন তার আশ্রয় ছেড়েছিল তা স্পষ্ট নয়। স্টর্মের দেহ উদ্ধার হলেও তার সঙ্গে থাকা অনেক জিনিসপত্র খুঁজে পাওয়া যায়নি। বরফ কমলেই ছেলের স্মৃতিতে সেই জিনিসগুলি তিনি উদ্ধার করে আনবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ স্টর্মের বাবা।