viral video of tiger

ধেয়ে এল বিশাল সাইবেরিয়ান বাঘ, ভেঙে গেল লোহার দরজা, দেখে পালালেন প্রৌঢ়! ভাইরাল ভিডিয়ো

ব্যক্তিকে দেখে প্রবল বেগে ধেয়ে এল একটি সাইবেরিয়ান বাঘ। সেই আক্রমণের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:০৩
Wild Siberian tiger rammed into a large iron gate, farmer got narrow escape

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন এক ব্যক্তি। তাঁর বাড়ির চৌহদ্দিতে হানা দিয়েছিল বিশালাকৃতির এক বাঘ। লোহার গেট দিয়ে সবে বাড়িতে ঢুকছিলেন ওই ব্যক্তি। কয়েক মুহূর্ত আগেই তিনি গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই ওই ব্যক্তিকে দেখে প্রবল বেগে ধেয়ে এল একটি সাইবেরিয়ান বাঘ। সেই আক্রমণের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সেই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন, ভাগ্যের জোরে রেহাই পেয়েছেন ওই ব্যক্তি। সমাজমাধ্যম ইনস্টাগ্রামের ‘ইয়েলোরিভার৪৭৮’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বিশাল বাঘ দ্রুত ছুটে এসে ধাক্কা মারল লোহার গেটটিতে। গেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রৌঢ়কে আক্রমণ করতেই ছুটে আসে বাঘবাবাজি। লোহার গেটে বাধা পেয়ে সেটি ফিরে যায় ফাঁকা জমির দিকে। বাঘটি প্রচণ্ড গতিতে ছুটে এসে ধাক্কা দেওয়ার ফলে শক্তপোক্ত গেটটির এক পাশ ভেঙে যায়। ভয় পেয়ে বাড়ির ভিতরে দৌড়ে চলে আসেন প্রৌঢ়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চিনের হেইলংজিয়াং প্রদেশে। গত সোমবার থেকেই উত্তর চিনের ইলংজিয়াংয়ের একটি গ্রামে হানা দিতে শুরু করেছে বাঘটি। স্থানীয় প্রশাসন এ নিয়ে সতর্কতা জারি করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজটি প্রথমে চিনের সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পর সংবাদ সংস্থা রয়টার্স এই ঘটনার সত্যতা যাচাই করে। এর পর থেকে বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যে বাঘটিকে ভিডিয়োয় দেখা গিয়েছে সেটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির। রাশিয়ার পূর্বা়ঞ্চল জুড়ে বেশি দেখতে পাওয়া যায় এটিকে। তবে বর্তমানে এই বাঘটিকে বিপন্ন প্রজাতির বলে ঘোষণা করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন