viral video

পোষ্য কুকুরকে বেল্ট দিয়ে মার! ভিডিয়ো দেখে মত্ত যুবকের উপর চড়াও হয়ে তাঁকেই মারধর পশুপ্রেমীর

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে মুম্বইয়ের বাসিন্দা যুবক চাবুক দিয়ে একটি জার্মান শেফার্ডকে নির্যাতন করছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩
video showing the dog sitter manhandle the pets and an animal activist confronted him went viral

ছবি: সংগৃহীত।

পোষ্যদের দেখভাল করার কেন্দ্রের এক কর্মী নেশাগ্রস্ত অবস্থায় একটি জার্মান শেফার্ডকে নির্মম ভাবে মারধর করছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কর্মীকে মারধর করার অভিযোগ উঠল এক পশুপ্রেমীর বিরুদ্ধে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মুম্বইয়ের বাসিন্দা সেই যুবক চাবুক দিয়ে একটি জার্মান শেফার্ডকে নির্যাতন করছেন। ভিডিয়োটি ওই কেন্দ্রেরই অন্য এক কর্মীর তোলা এবং সেটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো দেখেই কেন্দ্রে হাজির হন পশুপ্রেমী ও প্রাণী অধিকার রক্ষা কর্মী বিজয় রাঙ্গারে। সেখানে গিয়ে তিনি পোষ্যদের মারধরে অভিযুক্ত কর্মীর উপর চড়াও হয়ে তাঁকে মারতে শুরু করেন।

Advertisement

দু’টি ঘটনার ভিডিয়ো একসঙ্গে জুড়ে বিজয় তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ভিডিয়োটির প্রথম অংশে কর্মীকে দেখা গিয়েছে চেয়ারে বসে থাকতে। একটি পোষ্য ডাকাডাকি করতেই তিনি উঠে চাবুক দিয়ে কুকুরটিকে কয়েক ঘা মারেন। পরে আরও একটি কুকুরের সঙ্গে একই আচরণ করেন ওই কর্মী। ভিডিয়োর দ্বিতীয় অংশে বিজয়কে ওই পোষ্য দেখভাল করার কেন্দ্রে গিয়ে বচসায় জড়িয়ে পড়তে ও মারধর করতে দেখা গিয়েছে। এমনকি সেখানকার অন্য এক কর্মীর সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজয়।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। তাঁরা সমস্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করবেন এবং একটি এফআইআর দায়ের করা হবে।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। সত্য প্রকাশ করার জন্য বিজয়ের প্রশংসা করা হলেও, কেউ কেউ ওই যুবককে মারধর করার জন্য তাঁর সমালোচনাও করেছেন।

Advertisement
আরও পড়ুন