ছবি: ইনস্টাগ্রাম।
বদ্ধ ঘরে জ্বলন্ত ফুটবল নিয়ে ‘খেলা’। একই সঙ্গে জ্বালানো হল একাধিক আতশবাজি। একদল তরুণের এ হেন কাণ্ড দেখে হইচই পড়ল নেটপাড়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ ঘরে ভিড় করেছে একদল তরুণ। তাদের হাতে রয়েছে একটি ফুটবল। বলে আগুন ধরিয়ে দেন এক তরুণ। এর পর সবাই মিলে সেই বল নিয়ে খেলতে শুরু করেন। অন্য এক তরুণ আবার কয়েকটি আতশবাজি নিয়ে এসে ওই ঘরে জ্বালিয়ে দেন। ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। কিন্তু উন্মত্ত তরুণদের খেলা থামে না। হাসতে এবং মজা করতে দেখা যায় তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সারকাম্যাক্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। তিরিশ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন ভিডিয়ো দেখার পর। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর মজা করে লিখেছেন, ‘‘এই জন্যই নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘দায়িত্বজ্ঞানহীন তরুণের দল। এর থেকে বড় বিপদ ঘটে যেতে পারত।’’